আল ফিতন

الحبشة

পৃষ্ঠা - ১৮৭১
হযরত কা’ব রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত যে, তিনি বলেন দাব্বাহ ও কিয়ামাতের আলামাত সমূহ হযরত ঈসা আলাইহিস সালামের অভির্বাবের সাত মাস পর বের হবে। তিনি বলেন হযরত আমর ইবনুল আস রাযিয়াল্লাহু আনহু বলেন মারওয়ার নিকট যে সাফা রয়েছে সেখান হতে দাব্বাহ বের হবে। উহা আল্লাহ তা’আলা ও তার রাসূলের দিকে পথ দেখাবে।
অধ্যায়
হাবসা এর প্রসংগে।
حدثنا الحكم بن نافع عمن حدث عنه [ عن كعب ] قال
تخرج الدابة والآيات بعد عيسى عليه السلام بسبعة أشهر قال
وقال عمرو بن
العاص تخرج الدابة من عند الصفا الذي عند المروة يدرب على الله وعلى رسوله
الحبشة
পৃষ্ঠা - ১৮৭২
হযরত সাঈদ ইবনে মুসাইয়াব রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত যে, তিনি হযরত আবু হুরাইরা রাযিয়াল্লাহু আনহু কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হতে বর্ণনা করতে শুনেছেন যে, হাবসা জনৈক দুই গোছাওয়ালা ব্যক্তি কা’বা ধ্বংস করবে।
حدثنا سفيان حدثنا زياد بن سعد سمع الزهري سمع سعيد بن
المسيب
سمع أبا هريرة رضى الله عنه عن النبي صلى الله عليه وسلم قال
يخرب
الكعبة ذو السويقتين من الحبشة
পৃষ্ঠা - ১৮৭৩
হযরত মুজাহিদ র. হতে বর্ণিত যে, তিনি হযরত আব্দুল্লাহ ইবনে আমর থেকে শুনেছেন যে, কেমন যেন আমি কা’বা ঘরকে দেখতেছি যে, হাবসার এক ব্যক্তি কা’বা ঘরকে ধ্বংস করছে। তার মাথার সামনের দিক টেকো এবং বাকা জোড়া ওয়ালা। হযরত মুজাহিদ র. বলেন যখন হযরত যুবাইর রাযিয়াল্লাহু আনহু কা’বা ঘর (পুণনির্মাণ এর জন্য) ভেঙ্গে ছিলেন তখন আমি তিনি কা’বা ঘরের ব্যপারে যা বলেছেন তা দেখার জন্য গেলাম। কিন্তু তার কথার অনুরুপ কিছু পেলাম না।
حدثنا سفيان حدثنا ابن أبي نجيح عن مجاهد
عن عبد الله بن عمرو سمعه قال كأني أنظر إلى الكعبة يهدمها رجل من الحبشة أصيلع
أفيدع
قال مجاهد فلما هدمها ابن الزبير جئت لأنظر أرى ما قال فيه فلم ار مما
قال شيئا
পৃষ্ঠা - ১৮৭৪
হযরত আলী রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত যে, তিনি বলেন তোমরা এই ঘরের বেশী বেশী তাওয়াফ কর। আমি কেমন যেন এমন একজন লোকের সাথে যিনি টেকো ও ছোট কান বিশিষ্ট উভয় পায়ের শীর্ণ গোছা বিশিষ্ট। তার সাথে থাকবে কোদাল। সে কাবা ঘরকে ধ্বংস করে দিবে।
حدثنا ابن عيينة عن هشام عن حفصة عن أبي العالية
عن علي
قال استكثروا من الطواف بهذا البيت فكأني برجل أصلع أصمع حمش الساقين معه مسحاة
يهدمها
পৃষ্ঠা - ১৮৭৫
হযরত আবু উতবা রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত যিনি হযরত আমর ইবনে আস রাযিয়াল্লাহু আনহু এর আযাদকৃত গোলাম ছিলেন। তিনি বলেন মিশর ধ্বংস হবে যখন চারটি ধনুক নিক্ষেপ করা হবে। আর তা হলো তুর্কির ধনুক, রোমের ধনুক, হাবসার ধনুক এবং স্পেনের অধিবাসীদের ধনুক।
حدثنا الوليد بن مسلم عن ابن لهيعة عن أبي الأسود
عن أبي
عتبة مولى عمرو بن العاص قال
تهلك مصر
إذا رميت بالقسي الأربع قوس الترك وقوس الروم
وقوس الحبشة و
قوس أهل الأندلس