ما يقدم إلى الناس في خروج الدجال
পৃষ্ঠা - ১৪৪৬
হযরত আবু উমামা আল বাহেলী থেকে বর্ণিত যে, তিনি বলেন রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে ভাষণ দিতেন। আর তার ভাষণের অধিকাংশ সময় বিষয়বস্তু থাকতো দাজ্জাল সম্পর্কে আমাদের কি ঘটাবে। আমাদেরকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করতেন। তার কথা এরূপ হতো, হে মানুষ সকল.... দাজ্জালের ফিতনা থেকে বড় কোন ফিতনা দুনিয়াতে নেই। আর আল্লাহ তা’লা তার উম্মতকে সতর্ক করার জন্য কোন নবী প্রেরণ করবেন না। আর আমি হলাম শেষ নবী। আর তোমরা হলে শেষ উম্মত। আর দাজ্জাল নিঃসন্দেহে তোমাদের মধ্যে বাহির হবে। আমার জীবিত থাকা অবস্থায় যদি সে বাহির হয় তাহলে আমি সকল মুসলমানদের মধ্যে আমিই দলিল প্রমাণে বিজয়ী হব। আর যদি আমার পরে বের হয় তাহলে তোমাদের প্রত্যেক ব্যক্তিই সরাসরি দলিল প্রমাণে তার মুকাবিলা করবে। নিশ্চই আল্ল্হা তা’লা প্রত্যেক মুসলমানের জন্য সহায়ক। সুতরাং তোমাদের মধ্যে যে তার সাক্ষাত পাবে সে যেন তার চেহারায় থুথু নিক্ষেপ করে। এবং সুরা কাহাফের প্রথমাংশ পড়ে।
حدثنا ضمرة
بن ربيعة حدثني يحيى بن أبي عمرو السيباني عن عمرو بن عبد الله الحضرمي
عن أبي
أمامة الباهلي رضى الله عنه قال خطبنا رسول الله صلى الله عليه وسلم فكان أكثر
خطبته ما يحدثنا عن الدجال يحذرناه وكان من قوله يا أيها الناس إنها لم تكن فتنة في
الأرض أعظم من فتنة الدجال وإن الله تعالى لم يبعث نبيا إلا حذره أمته وأنا آخر
الأنبياء وأنتم آخر الأمم وهو خارج فيكم لا محالة فإن يخرج وأنا فيكم فأنا حجيج كل
مسلم وإن يخرج بعدي فكل امريء حجيج نفسه والله خليفتي على كل مسلم فمن لقيه منكم
فليتفل في وجهه وليقرأ بفواتيح سورة الكهف
পৃষ্ঠা - ১৪৪৭
হযরত কা’ব আল আহবার থেকে বর্ণিত যে, তিনি বলেন কিয়ামতের কুকুর হলো দাজ্জাল। যে দাজ্জালের ফিতনার উপর সবর করবে সে কখনো জীবিত ও মৃত অবস্থায় ফিতনায় পড়বে না এবং পড়ানোও হবে না। আর যে ব্যক্তি তাকে পাবে অথচ তার অনুসরণ করবে না। তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আর যখন ব্যক্তি মুক্তি পাবে এবং দাজ্জাল একবার মিথ্যা কথা বলবে এবং সে বলবে আমি ভাল করেই জানি তুমি কে। তুমি হলে দাজ্জাল। অতপর সে দাজ্জালের উপর (সামনে) সূরা কাহাফের প্রথমাংশ তেলাওয়াত করবে। সে তাকে ভয় পাবে না । আর দাজ্জালো তাকে ফিতনায় ফেলতে পারবে না। আর উক্ত আয়াতগুলো তার জনা দাজ্জাল থেকে তাবিজের মতো হবে। সুসংবাদ ঐ ব্যািক্তর জন্য যে তার ঈমানসহ দাজ্জালের ফিতনা, তার লাঞ্চনা ও তার হীনাতার পূর্বে মুক্তি পেল। সে যেন (স্থিরচিত্তে দাড়িয়ে থাকে) মোকবেলা করে মুহাম্মাদ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর উত্তম সাথীদের ন্যায়।
حدثنا بقية بن الوليد عن
صفوان بن عمرو عن شريح بن عبيد
عن كعب الأحبار قال كان يقال كلب الساعة الدجال
ومن صبر على فتنة الدجال لم يفتن ولم يفتن أبدا حيا ولا ميتا ومن أدركه ولم يتبعه
وجبت له الجنة وإذا خلص الرجل وكذب الدجال مرة واحدة وقال
قد علمت من أنت أنت
الدجال ثم قرأ عليه بفاتحة سورة الكهف لم يخشه ولا يقدر أن يفتنه وكانت له تلك
الآية كالتميمة من الدجال فطوبى لمن نجا بإيمانه قبل فتن الدجال وهوانه وصغاره
وليدركن أقواما مثل خيار أصحاب محمد صلى الله عليه وسلم
পৃষ্ঠা - ১৪৪৮
হযরত শুরাইহ ইবনে উবাইদ হতে বর্ণিত যে, রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার সাথীদেরকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করতেন। অতপর বলতেন হে মানুষ সকল তোমরা ভালোভাবে জেনে রাখ, তোমরা ততক্ষন পর্যন্ত তোমাদের রবের সাথ সাক্ষাত করতে পারেবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা মৃত্যুবরণ করো। আরা তোমাদের রব অন্ধ নন। নিশ্চই দাজ্জাল আল্লাহ তা’লার উপর মিথ্যা আরোপ করবে। তার এক চক্ষু হবে সমান। অর্থাৎ একেবারে ভিতরেু ডুবে থাকবেনা এবং বাহিরেও উঠে থাকবে না । তার দুই চক্ষুর মাঝখানে কাফের লেখা থাকবে। যেটা প্রত্যেক মুমনিই পড়তে পারবে। আমি তোমাদের মর্ধে থাকা অবস্থায় যদি সে বের হয় তাহলে আমি তোমাদের মধ্যে দলিল প্রমাণ সহ বিজয়ী হবো। আর যদি আমর পরে বের হয় তাহলে প্রত্যেকে দলিল প্রমাণ সহকারে মোকাবেলা করবে। আর আল্লাহ আমার খলিফা প্রত্যেক মুসলমানের উপর। তোমাদের মধ্যে যার তার (দাজ্জালের) সাথে সাক্ষাত হয় সে যেন সূরা কাহাফের প্রথমাংশ পড়ে।
قال صفوان
وأخبرني عبد الرحمن بن جبير وعبد الرحمن بن ميسرة وشريح بن عبيد
أن رسول
الله صلى الله عليه وسلم حذر أصحابه الدجال فقال اعلموا أيها الناس أنكم غير ملاقي
ربكم حتى تموتوا وإن ربكم ليس بأعور إن الدجال يكذب على الله مطموس عينه ليست
بناتئة ولا حجرا مكتوب بين عينيه كافر يقرأه كل مؤمن فإن يخرج وأنا فيكم فأنا
حجيجكم منه وإن يخرج بعدي ولست فيكم فامرؤ حجيج نفسه والله خليفتي على كل مسلم من
لقيه منكم فليقرأ فاتحة سورة الكهف
পৃষ্ঠা - ১৪৪৯
হযরত আবু কিলাবা থেকে বর্ণিত যে, তিনি বলেন আমি মানুষদেরকে এক ব্যাক্তির নিকট ভিড় জমাতে দেখলাম। মানুষ অনেক ভিড় করলো এমনকি আমি তার দিকে মুক্তি পেলাম। অতপর তার ব্যাপারে জিজ্ঞাসা করলাম। উত্তরে লোকজন বলল তিনি রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর একজন সাহাবী। অতপর আমি তাকে বলতে শুনলাম, নিশ্চই তোমাদের পরে একজন বড় মিথ্যাবাদী, ভ্রান্তকারী আসবে। আর তার মাথায় উপর থেকে কোকড়ানো কোকড়ানো হবে। আর সে নিশ্চই বলবে আমি তোমদের রব। অতপর যে বলবে তুমি মিথ্যা বলছ, তুমি আমাদের রব নও। বরং আল্লাহ তা’লাই আমাদের রব। আমরা তর উপরই ভরসা করি। আর আমরা তার দিকেই প্রত্যাবর্তন করবো। আমরা তোমার থেকে আল্লাহ তা’লার নিকট আশ্রয় পার্থনা করি। তাহলে তার উপর দাজ্জালের কোন কর্তৃত্ব থাকবে না।
حدثنا عبد الوهاب بن عبد المجيد عن
أيوب عن أبي قلابة قال
رأيت الناس قد ازدحموا على رجل فزاحمت الناس حتى خلصت
إليه فسألت عنه
فقالوا رجل من أصحاب رسول الله صلى الله عليه وسلم فسمعته يقول
إن من بعدكم الكذاب المضل وإن رأسه من ورائه حبكا حبكا وإنه سيقول أنا ربكم فمن
قال كذبت لست بربنا ولكن الله ربنا عليه توكلنا وإليه أنبنا ونعوذ بالله منك فلا
سبيل له عليه
পৃষ্ঠা - ১৪৫০
হযরত হিশাম ইবনে আমের হতে বর্ণিত যে, আমি রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে বলতে শুনেছি যে, আদম আ. এর সৃষ্টি হতে কিয়ামত সংগঠিত হওয়া পর্যন্ত বড় বিষয় (ফিতনা) হলো দাজ্জাল।
قال أيوب وحدثنا حميد بن هلال عن بعض اشياخهم
عن هشام
بن عامر قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ما بين خلق آدم عليه السلام
إلى قيام الساعة أمر أكبر من الدجال
পৃষ্ঠা - ১৪৫১
হযরত আতা রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত যে, রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন দাজ্জালর কোন বিষয়ে ক্রোধান্বিত হয়ে রাগান্বিত অবস্থায় বের হবে।
حدثنا ابن وهب عن طلحة عن عطاء قال
قال رسول الله صلى الله عليه وسلم يخرج الدجال عند غضبة يغضبها
পৃষ্ঠা - ১৪৫২
হযরত জাবের রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত যে, তিনি বলেন রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মৃত্যুর এক মাস পূর্বে বলেন কিয়ামাতের সামনে (পূর্বক্ষণে) অনেক মিথ্যাবাদীর অর্বিভাব ঘটবে। তাদের মধ্য থেকে একজন ইয়ামানের অধিবাসী। তাদের মধ্য থেকে আরেকজন সানআর অধিবাসী। তাদের মধ্য থেকে আরেকজন হামীর এর অধিবাসী। তাদের মধ্য থেকে হলো দাজ্জাল। আর দাজ্জাল হলো তাদের মধ্যে বড় ফিতনা।
حدثنا ابن وهب عن ابن لهيعة عن أبي الزبير
عن جابر رضى الله عنه قال قال رسول
الله صلى الله عليه وسلم قبل موته بشهر إن بين يدي الساعة كذابون منهم صاحب اليمامة
ومنهم صاحب صنعاء العنسي ومنهم صاحب حمير ومنهم الدجال والدجال أعظمهم فتنة
পৃষ্ঠা - ১৪৫৩
হযরত ওহাব ইবনে মানবাহ হতে বর্ণিত যে, তিতিন বলেন কিয়ামাতের নিদর্শনের মধ্যে প্রথম হলো রোম। দ্বিতীয় হলো দাজ্জাল। তৃতীয় হলো ইয়াজুজ। চতুর্থ হলো ঈসা ইবনে মারিয়াম আ.।
حدثنا أبو المغيرة عن ابن عياش عن شيخ من حضرموت
عن وهب بن منبه
قال أول الآيات الروم ثم الثانية الدجال والثالثة يأجوج والرابعة عيسى ابن مريم
عليه السلام
পৃষ্ঠা - ১৪৫৪
হযরত উবাদা ইবনে সমেত রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত যে, তিনি বলেন রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন আমি তোমাদের দাজ্জাল সম্পর্কে বলেছি আমার ভয় হয় যে, তোমরা তা উপলব্ধি করতে পার নাই। মাসীহে দাজ্জাল হলো খাটো, পায়ের নলা লম্বা লম্বা। চুল কোকড়ানো কোকড়ানো, এক চক্ষু কানা, অপর চক্ষু সমান। অথবা একেবারে ভিতরেও ডুবে থাকবে না। এবং বাহিরেও থাকবে না। এরপরও যদি তোমাদের সংশয় হয় তাহলে জেনে রাখ তোমাদের রব অন্ধ নন। আর তোমাদের মৃত্যুর পূর্ব পর্যন্ত তােমাদের রবকে দেখতে পারবে না।
حدثنا بقية عن بحير بن سعد عن خالد بن معدان حدثنا عمرو بن
الأسود عن جنادة بن أبي أمية أنه حدثهم
عن عبادة بن الصامت رضى الله عنه قال
قال رسول الله صلى الله عليه وسلم إني قد حدثتكم عن الدجال حتى خشيت أن لا تعقلوا
إن مسيح الدجال رجل قصير أفحج جعد أعور مطموس العين ليست بناتئة ولا حجرا فإن التبس
عليكم فاعلموا أن ربكم ليس بأعور وإنكم لن تروا ربكم حتى تموتوا
পৃষ্ঠা - ১৪৫৫
হযরত আনাস রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত যে, তিনি বলেন রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন দাজ্জালের বাম চক্ষু কানা। তার ললাটের মাঝখানে কাফের শব্দটি লেখা থাকবে। আর তার ডান দিকে নখ পরিমান মোটা চামড়া থাকবে। সাহল বলেন তা হলো কাফ ফা রা। আর কাফ ফা রা একে অপরের সাথে লেখার মত লেগে থাকবে।
حدثنا
سهل بن يوسف عن حميد
عن أنس رضى الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم
الدجال أعور عين الشمال بين جبينه مكتوب كافر وعلى يمينه ظفرة غليظة قال سهل هو ك ف
ر والكاف والفاء والراء ملتزق بعضه ببعض كالكتابة
পৃষ্ঠা - ১৪৫৬
হযরত আনাস ইবনে মালক রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত যে, তিনি বলেন রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন দাজ্জালের অবির্ভাবের পূর্বে আরো সত্তর জন দাজ্জাল বের হবে।
حدثنا جرير بن عبد الحميد عن ليث بن أبي
سليم عن بشر
عن أنس بن مالك رضى الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم
يكون قبل خروج الدجال نيف على سبعين دجالا
পৃষ্ঠা - ১৪৫৭
হযরত আবু সাঈদ খুদরী রাযিয়াল্লাহু আনহুহতে বর্ণিত যে, তিনি বলেন দাজ্জালের সাথে তীবা না¤œী এক মহিলা থাকবে। সে প্রত্যেক এলাকায় গিয়ে বলবে এই ব্যক্তি তোমদের উপর প্রবেশ করবে। অতএব তোমরা তাকে ত্যাগ করিও।
حدثنا عبيد الله بن موسى
عن عيسى الحناط عن محمد بن يحيى بن حبان
عن أبي سعيد الخدري رضى الله عنه قال
مع الدجال امرأة تسمى طيبة لا يؤم قرية إلا سبقته إليها تقول هذا الرجل داخل عليكم
فاحذروه
পৃষ্ঠা - ১৪৫৮
হযরত ওহাব ইবনে মানবাহ হতে বর্ণিত যে, তিতিন বলেন কিয়ামাতের নিদর্শনের মধ্যে প্রথম হলো রোম। দ্বিতীয় হলো দাজ্জাল। তৃতীয় হলো ইয়াজুজ মাজুজ। চতুর্থ হলো ঈসা ইবনে মারিয়াম আ.।
حدثنا أبو المغيرة عن ابن عياش عن شيخ من حضرموت
عن وهب بن
منبه قال أول الآيات الروم ثم الثانية الدجال والثالثة يأجوج ومأجوج والرابعة عيسى
بن مريم عليه السلام
পৃষ্ঠা - ১৪৫৯
হযরত আলী রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত যে, তিনি বলেন এমন একজন ব্যক্তি আছে যে, ঘটনা প্রবাহ তাকে হীন করে দিবে। যখনই যখনই কোন ঘটনা ঘটবে সেটাকে সে মিথ্যা করে মিথ্যা প্রতিপন্ন করবে। তার থেকে আগ বাড়িয়ে তার উদ্দেশ্যেকে বিলিন করে দিবে।আর যদি সে দাজ্জাল কে পায় তাহলে তার অনুসরণ করবে।
حدثنا عبد الرزاق عن سفيان عن عمران بن ظبيان عن
حكيم بن سعد
عن علي قال رجل قد استخفته الأحاديث كلما وضع أحدوثة كذب وانقطعت
مدها بأطول منها إن يدرك الدجال يتبعه
পৃষ্ঠা - ১৪৬০
– হযরত ছালেম তার পিতা থেকে বর্ণনা করে বলেন যে, একবার রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মানুষের মাঝে দাড়ালেন। অতপর আল্লাহ তা’লার যথাযথ প্রশংসা করলেন। অতপর দাজ্জাল সম্পর্কে আলোচনা করলেন। অতপর বললেন আমি তোমাদেরকে তার সম্পর্কে সতর্ক করছি। কোন নবী তার কওমকে সতর্ক করে নাই। নূহ আ. তার কওমকে তার ব্যাপারে সতর্ক করেছে। কিন্তু আমি তোমাদেরকে এমন কথা বলবো যা কোন নবী তার কওমকে বলেন নাই। তোমরা জান যে সে হবে অন্ধ। আর নিশ্চই আল্লাহা তা’ আলা অন্ধ নন।
حدثنا عبد الرزاق عن معمر عن
الزهري عن سالم
عن أبيه قال قام رسول الله صلى الله عليه وسلم في الناس فأثنى
على الله بما هو أهله ثم ذكر الدجال ثم قال إني أنذرتكموه وما من نبي إلا أنذر قومه
لقد أنذره نوح قومه ولكن سأقول لكم فيه قولا لم يقله نبي لقومه تعلمون أنه أعور وأن
الله ليس بأعور
পৃষ্ঠা - ১৪৬১
হযরত উমর ইবনে ছাবেত আল আনসারী হতে বর্ণিত যে তিনি বলেন রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কতিপয় সাহাবী আমাকে বর্ণনা করেন যে, রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সেদিন মানুষদের জন্য কথা বলেছেন। আর তিনি তাদেরকে দাজ্জালের ফিতনা সম্পর্কে সতর্ক করেছেন। তিনি বলেন তোমরা জান যে, তোমাদের মধ্যে কেহ মৃত্যুর পুর্বে তার রবকে দেখতে পারবে না। তার দুই চক্ষুর মাঝ বরাবর কাফের লেখা থাকবে। যা প্রত্যেক এমন মুমিনই পড়তে পারবে যে তার কাজকে ঘৃণা করে।
قال معمر وأخبرني الزهري قال أخبرني عمر بن ثابت
الأنصاري قال
أخبرني بعض أصحاب النبي صلى الله عليه وسلم أن النبي صلى الله
عليه وسلم قال يومئذ للناس وهو يحذرهم فتنته تعلموا أنه لن يرى أحد منكم ربه حتى
يموت وأنه مكتوب بين عينيه كافر يقرأه كل مؤمن كره عمله
العلامات قبل خروج الدجال