صفة المهدي ونعته
পৃষ্ঠা - ১০৬১
হযরত কা’ব রাযিয়াল্লাহু আনহু হতে বর্র্ণিত যে, তিনি বলেন মাহদী আলাইহিস সালাম আল্লাহ তা’আলাকে ভয়কারী হবে। ঈগলের ভয় করার মত। (ভয়ের কারণে) উহা ডানা প্রসারিত করে।
حدثنا أبو يوسف عن صفوان بن عمرو عن عبد الله بن بشير
عن كعب قال
المهدي خاشع لله كخشوع النسر [ ينشر ] جناحه
পৃষ্ঠা - ১০৬২
হযরত আবু সাঈদ রাযিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হতে বর্ণনা করে বলেন যে, মাহদী আলাইহিস সালাম সম্পদ দানকারী ও (মন্দ) বিতাড়িতকারী হবে।
حدثنا المعتمر بن سليمان عن
القاسم بن الفضل عن أبي الصديق عن أبي سعيد رضى الله عنه عن النبي صلى الله عليه
وسلم
وعبد الرزاق عن مطر الوراق عن أبي سعيد لم يرفعه
ويحيى بن اليمان عن
شيبان النحوي عن زيد العمي عن أبي الصديق الناجي ولم يذكر أبا سعيد
قالوا
المهدي أقنى أجلى
পৃষ্ঠা - ১০৬৩
হযরত আবু সাঈদ খুদরী রাযিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হতে বর্ণনা করেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন আজলাল জাবীন। (ললাটের বিতাড়িতকারী)। আকানাল আনফ (নসিকার দিক দিয়ে মাল সম্পদ দানকারী।)
حدثنا الوليد عن سعيد عن قتادة عن أبي نضرة أو أبي
الصديق
عن أبي سعيد الخدري عن رسول الله صلى الله عليه وسلم قال للمهدي أجلى
الجبين أقنى الأنف
পৃষ্ঠা - ১০৬৪
হযরত আবু সাঈদ খুদরী রাযিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হতে বর্ণনা করেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন মাহদী আলাইহিস সালাম হবে সম্পদ দানকারী। ও (মন্দ) বিতাড়িতকারী।
قال الوليد عن أبي رافع إسماعيل بن رافع عمن حدثه
عن أبي سعيد الخدري عن النبي صلى الله عليه وسلم قال المهدي أقنى أجلى
পৃষ্ঠা - ১০৬৫
হযরত আবু সাঈদ খুদরী রাযিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হতে বর্ণনা করেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন মাহদী আলাইহিস সালাম হবে আকনাল আনফ ও আজলাল জাবীন। (মাল সম্পদ দানকারী ও মন্দ বিতড়নকারী)
حدثنا ابن وهب عن الحارث بن نبهان عن عمرو بن دينار عن أبي نضرة
عن أبي سعيد
الخدري رضى الله عنه عن النبي صلى الله عليه وسلم قال المهدي أقنى الأنف أجلى
الجبين
পৃষ্ঠা - ১০৬৬
হযরত কা’ব রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত যে, তিনি বলেন মাহদী আলাইহিস সালাম হবে এক বছরের শিশু বা দুই বছরের। অথবা পঞ্চাশ বছরের ব্যক্তি।
حدثنا المعتمر بن سليمان عن عمران بن حدير عن سميط
عن
كعب قال المهدي ابن أحد أو اثنين وخمسين سنة
পৃষ্ঠা - ১০৬৭
আব্দুল্লাহ ইবনে হারেস রাযিয়াল্লাহু আনহু হতে বর্র্ণিত যে, তিনি বলেন মাহদী আলাইহিস সালাম বের হবে আর তখন সে হবে চল্লিশ বছরের এক জন ব্যক্তি। কেমন যেন সে একজন বনী ইসরাঈলের ব্যক্তি।
حدثنا الوليد عن سعيد عن
قتادة
عن عبد الله بن الحارث قال يخرج المهدي وهو ابن أربعين سنة كأنه رجل من
بني إسرائيل
পৃষ্ঠা - ১০৬৮
হযরত ইবনে আব্বাস রাযিয়াল্লাহু আনহুমা হতে বর্র্ণিত যে, তিনি বলেন মাহদী আলাইহিস সালাম হবে যুবক।
حدثنا ابن عيينة عن عمرو عن أبي معبد
عن ابن عباس قال
هو شاب
পৃষ্ঠা - ১০৬৯
হযরত আবু তুফাইল রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত যে, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মাহদী আলাইহিস সালামের গুনাগুন বর্ণনা করলেন। অতপর বললেন তার ভাষায় হবে ওজনতা। তার যখন তার উপর কথা বিলম্বিত হবে তখন বাম উরু ডান হাত দ্বারা মারবে। তার নাম হবে আমার নাম। তার পিতার নাম হবে আমার পিতার নাম।
حدثنا الوليد ورشدين عن ابن لهيعة عن إسرائيل بن عبادة عن ميمون
القداح
عن أبي الطفيل رضى الله عنه أن رسول الله صلى الله عليه وسلم وصف المهدي
فذكر ثقلا في لسانه وضرب بفخذه اليسرى بيده اليمنى إذا أبطأ عليه الكلام اسمه اسمي
واسم أبيه اسم أبي
পৃষ্ঠা - ১০৭০
হযরত আবু সাঈদ খুদরী রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত যে, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হতে বর্ণনা করেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন যমানার কর্তনের সময় (পৃথীবির শেষ সময়ে) এবং যুদ্ধের প্রকাশের সময়ে এক ব্যক্তি বের হবে। যার দান হবে নিক্ষেপের মত। যাবে সিফাহ বলা হবে।
حدثنا أبو معاوية عن الأعمش عن عطية العوفي
عن
أبي سعيد الخدري رضى الله عنه عن النبي صلى الله عليه وسلم قال يخرج رجل في انقطاع
من الزمان وظهور من
الفتن
يكون
عطاؤه حثيا يقال له السفاح
পৃষ্ঠা - ১০৭১
হযরত সুফিয়ান কালবী রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত যে, তিনি বলেন মহদীর পতাকা তলে এক যুবক বের হবে। অল্প বয়সের। পাতলা দাড়ি বিশিষ্ট। হলুদ বর্ণের। আর হযরত ওয়ালীদ তার হাদীসের মধ্যে আসফার (হলুদ বর্ণের হওয়া) উল্লেখ করেন নাই। যদি সে পাহাড়ের সম্মুখিন হয়ে তাহলে পাহাড়কেও কাপিয়ে দিবে। আর হযরত ওয়ালিদ বলেন তা ভেঙ্গে ফেলবে। এমনকি সে ঈলাতে অবতরণ করবে।
حدثنا رشدين والوليد عن ابن لهيعة عن كعب
بن علقمة
عن سفيان الكلبي قال يخرج على لواء المهدي غلام حديث السن خفيف اللحية
أصفر ولم يذكر الوليد أصفر لو قابل الجبال لهزها وقال الوليد لهدها حتى ينزل أيلياء
পৃষ্ঠা - ১০৭২
হযরত সাকার ইবনে রুসতম তার পিতা হতে বর্ণনা করে বলেন যে, মাহদী আলাইহিস সালাম হবে মধ্যম গড়নের প্রদ্বীপ্তময়, ডাগর চক্ষু বিশিষ্ট। সে হিজাজ হতে আগমন করবে। এমনকি সে নয় বছর বয়সে দামেস্কের সিংসহাসনে আরোহন করবে।
حدثنا محمد بن حمير عن السقر بن رستم عن أبيه قال
المهدي رجل أزج
أبلج أعين يجيء من الحجاز حتى يستوي على منبر دمشق وهو ابن ثمان عشرة سنة
পৃষ্ঠা - ১০৭৩
হযরত আলী ইবনে আবু তালেব রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত যে, তিনি বলেন মাহদী আলাইহিস সালমের জন্ম মদীনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর পরিবারের থেকে হবে। তার নাম হবে আমার নাম। তার পিতার নাম হবে আমার পিতার নাম। আর তার হিজরত হবে বাইতুল মুকাদ্দাসে। ঘন দাড়ি বিশিষ্ট। উভয় চোখ হবে কালো। তার সামনের দাাঁত হবে উজ্জল ঝকঝকে ফাঁকা ফাঁকা। তার চেহারায় তিলক থাকবে। সে হবে সম্পদ দানকারী ও (মন্দ) বিতাড়িতকারী। আর তার কাঁধে নবীর আলামত বা নিদর্শন থাকবে। সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর ঝান্ডা নিয়ে মারাত থেকে বের হবে। যে ঝান্ডা হবে মখমল কাপড়ের ,কালো রংয়ের, চতুর্ভোজী। উহার ভিতর একটি পাথর থাকবে। যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর ইন্তেকালের পর প্রসারিত হয় নাই। আর মাহদী আলাইহিস সালামের বের হওয়া পর্যন্ত উহা প্রসারিত হবে না। আল্লাহ তা’আলা উক্ত পাথরকে তিন হাজার ফেরেশতা দিয়ে প্রসারিত করবেন। যারা তাদের বিরুদ্ধে ও পশ্চাতে থাকবে তাদেরকে মারবে। আর তাকে প্রেরণ করা হবে আর তার বয়স হবে ত্রিশ হতে চল্লিাশের কোঠায়।
حدثنا عبد الله بن مروان عن الهيثم بن عبد الرحمن عمن حدثه
عن علي بن أبي
طالب رضى الله عنه قال المهدي مولده بالمدينة من أهل بيت النبي صلى الله عليه وسلم
وإسمه [ اسمي أبيه ] اسم أبي ومهاجره بيت المقدس كث اللحية أكحل العينين براق
الثنايا في وجهه خال أقنى أجلى في كتفه علامة النبي يخرج براية النبي صلى الله عليه
وسلم من مرط مخملة سوداء مربعة فيها حجر لم ينشر منذ توفي رسول الله صلى الله عليه
وسلم ولا تنشر حتى يخرج المهدي يمده الله بثلاثة الآف من الملائكة يضربون وجوه من
خالفهم وأدبارهم يبعث وهو ما بين الثلاثين إلى الأربعين
পৃষ্ঠা - ১০৭৪
হযরত তাউস থেকে বর্ণিত যে, তিনি বলেন হযরত আলী ইবনে আবু তালেব রাযিয়াল্লাহু আনহু বলেন সে (মাহদী) হবে কুরাইশের এক যুবক। পুরুষদের চামড়ার অনুরুপ।
حدثنا ابن وهب
عن إسحاق بن يحيى بن طلحة التيمي
عن طاوس قال قال علي بن أبي طالب رضى الله عنه
هو فتى من قريش ادم ضرب من الرجال
পৃষ্ঠা - ১০৭৫
হযরত আরতাত হতে বর্ণিত যে, তিনি বলেন মাহদী আলাইহিস সালাম হবে ষাট বছরের একজন মানুষ।
حدثنا الحكم بن نافع عن جراح عن
أرطاة قال المهدي ابن ستين سنة
اسم المهدي