سنة ثلاث وأربعين ومائتين
পৃষ্ঠা - ৮৭২৪
৫৮২ আল-বিদায়া ওয়ান নিহায়া
বিস্মিত হন এবং তার নিকট গমন করে বিষয়টি জানতে চান ৷ লোকটি বলল : অমুক আমার
নিকট প্রেরণ করেছে ৷ এবা র তিনজন একত্র হলেন এবং দীনারগুলো পরস্পর বণ্টন করে নেন ৷
মহান আল্লাহ তাদের প্রতি ৩রহম করুন এবৎ৩ তাদের মানবতাবোধের জন্য তাদেরকে উত্তম বিনিময়
দান করুন ৷
এ বছর আবুমুসআব আযশ্যুহ্বী, যিনি ইমাম মালিক থেকে ঘুওয়াত্তার বর্ণনাকা রীদের একজন
ছিলেন বিখ্যাত কারীদের অন্যতম আব্দুল্লাহ ইবন যা কওয়া ন, মুহা ম্মদ ইবন আসলাম আ৩ ষ্ভুসী,
মুহাম্মদ ইবন রুম্হ জা রহ-৩ তা ’-দীল এর ইমামগণের একজন মুহাম্মদ ইবন আবদুল্লাহ্ ইবনা আম্মার
আল-মুসিলী ও কাযী ইয়াহ্ইয়া ইবন অাকসাম ইনতিকাল করেন ৷
২৪৩ হিজরীর সুচনা
এ বছর যুল-কাদা মাসে খলীফ৷ আ ল-মুতাওযাক্কিল অালাল্লাহ দামেশক-এর উদ্দেশ্যে ইরাক
ত্যাগ করেন ৷ উদ্দেশ্য তিনি সেখানেই অবস্থুা ন করবেন এবং সেখান থেকেই খিলাফত পরিচালনা
করবেন ৷ এ বছর ঈদুল আঘৃহা তিনি সেখানেই পালন করেন ৷ ইরাকবাসিগণ তাদের মাঝ থেকে
খলীফার চলে যাওয়ায় অনুতপ্ত হয় ৷ ইয়াযীদ ইবন মুহাম্মদ আল-মাহ্লাবী এ ব্যাপারে বলেন
এ১৬ও ৷ ষ্া; ট্রু১র্চু১াা১া! ;া,ৰুাপ্রু মোঃ হুণ্াদ্বুা ৷ ট্রু,া;া
এক্রো
“ইমাম যখন চলে যাওয়ার দৃঢ় সিদ্ধান্ত গ্রহণ করবেন, আমার ধারণা, শাম ইরাকের বিপদে
খুশী হবে ৷ খলীফা যদি ইরাক ও তার অধিবাসীদের পরিত্যাগ করেন, তাহলে লাবণ্যময়ী নারী
তালাকের পরীক্ষার সম্মুখীন হয়ে ৷
বিগত বছর যিনি সোকদেরকে হজ্জ করিয়েছিলেন, এ বছরও তিনি লোকদেরকে হজ্জ করান ৷
তিনি হলেন পবিত্র মক্কার নায়িব ৷
এ বছর বিশিষ্ট ব্যক্তিবর্ণের মধ্যে যারা মৃত্যুবরণ করেছেন, ইবন জারীর-এর বক্তব্য অনুসারে
তাদের একজন হলেন ইব্রাহীম ইবনুল আব্বাস ৷
ইব্রাহীম ইবনুল আব্বাস
জায়পীরসমুহের যিম্মাদার ৷ আমার মতে তার নাম হল ইব্রাহীম ইবনুল আব্বাস ইবন সাওল
আস-সাওলী আশ শায়ির আল-কাতিব ৷ তিনি মুহাম্মদ ইবন ইয়াহ্ইয়া আস-সাওসী এর চাচা ৷
জুরজান-এর রাজা সাওল বকর তীর দাদা ছিলেন ৷ ছিলেন জুরজান বংশোদ্ভুত ৷ তারপর প্রথমে
তিনি মাজুসী ধর্ম গ্রহণ করেন ৷ কিন্তু, পরে ইয়াযীদ ইবনুল মুহাল্লাব ইবন আবু সাফরা এর হাতে
ইসলাম গ্রহণ করেন ৷ এই ইব্রাহীম-এর একটি কাব্য গ্রন্থ রয়েছে, ইবন খাল্লিকান যার উল্লেখ
করেছেন ৷ তার উল্লেখযোগ্য চমৎকার দুটি পঙক্তি নিম্নরুপ :
’গ্লুট্রুখুন্
’গ্লুপ্রুএ; ১৷াৰু;া; ৷ ;া;র্চুপ্রু ণ্া শ্ঠুব্র াষ্ট্রুএে; এে<১ও ৷ এে এো১
[سَنَةُ ثَلَاثٍ وَأَرْبَعِينَ وَمِائَتَيْنِ]
[مَا وَقَعَتْ فِيهَا مِنْ أَحْدَاثٍ]
ثُمَّ دَخَلَتْ سَنَةُ ثَلَاثٍ وَأَرْبَعِينَ وَمِائَتَيْنِ
فِي ذِي الْقَعْدَةِ مِنْهَا تَوَجَّهَ الْمُتَوَكِّلُ عَلَى اللَّهِ مِنَ الْعِرَاقِ قَاصِدًا مَدِينَةَ دِمَشْقَ ; لِيَجْعَلَهَا لَهُ دَارَ إِقَامَةٍ وَمَحِلَّةَ إِمَامَتِهِ فَأَدْرَكَهُ عِيدُ الْأَضْحَى بِهَا وَهُوَ بِمَدِينَةِ بَلَدَ فَضَحَّى بِهَا، وَتَأَسَّفَ أَهْلُ الْعِرَاقِ عَلَى ذَلِكَ، فَقَالَ فِي ذَلِكَ يَزِيدُ بْنُ مُحَمَّدٍ الْمُهَلَّبِيُّ:
أَظُنُّ الشَّامَ تَشْمَتُ بِالْعِرَاقِ ... إِذَا عَزَمَ الْإِمَامُ عَلَى انْطِلَاقِ
فَإِنْ تَدَعِ الْعِرَاقَ وَسَاكِنِيهَا ... فَقَدْ تُبْلَى الْمَلِيحَةُ بِالطَّلَاقِ
وَحَجَّ بِالنَّاسِ فِيهَا عَبْدُ الصَّمَدِ الْمَذْكُورُ فِي الَّتِي قَبْلَهَا، وَهُوَ نَائِبُ مَكَّةَ.
قَالَ ابْنُ جَرِيرٍ: وَفِيهَا تُوُفِّيَ إِبْرَاهِيمُ بْنُ الْعَبَّاسِ، فَوَلِيَ دِيوَانَ الضِّيَاعِ الْحَسَنُ بْنُ مَخْلَدِ بْنِ الْجَرَّاحِ خَلِيفَةُ إِبْرَاهِيمَ فِي شَعْبَانَ. قُلْتُ: إِبْرَاهِيمُ بْنُ الْعَبَّاسِ بْنِ مُحَمَّدِ بْنِ صُولٍ الصُّولِيُّ، الشَّاعِرُ الْكَاتِبُ الْمَشْهُورُ، وَهُوَ عَمُّ مُحَمَّدِ بْنِ
পৃষ্ঠা - ৮৭২৫
يَحْيَى الصُّولِيِّ، وَكَانَ جَدُّهُ صُولٌ مَلِكَ جُرْجَانَ وَكَانَ أَصْلُهُ مِنْهَا ثُمَّ تَمَجَّسَ ثُمَّ أَسْلَمَ عَلَى يَدَيْ يَزِيدَ بْنِ الْمُهَلَّبِ بْنِ أَبِي صُفْرَةَ. وَلِإِبْرَاهِيمَ هَذَا دِيوَانُ شِعْرٍ ذَكَرَهُ ابْنُ خِلِّكَانَ وَاسْتَجَادَ مِنْ شِعْرِهِ أَشْيَاءَ ; مِنْهَا قَوْلُهُ:
وَلَرُبَّ نَازِلَةٍ يَضِيقُ بِهَا الْفَتَى ... ذَرَعًا وَعِنْدَ اللَّهِ مِنْهَا مَخْرَجُ
ضَاقَتْ فَلَمَّا اسْتَحْكَمَتْ حَلَقَاتُهَا ... فُرِجَتْ وَكَانَ يَظُنُّهَا لَا تُفْرَجُ
وَمِنْهَا قَوْلُهُ:
كُنْتَ السَّوَادَ لِمُقْلَتِي ... فَبَكَى عَلَيْكَ النَّاظِرُ
مَنْ شَاءَ بَعْدَكَ فَلْيَمُتْ ... فَعَلَيْكَ كُنْتُ أُحَاذِرُ
وَمِنْ ذَلِكَ مَا كَتَبَ بِهِ إِلَى وَزِيرِ الْمُعْتَصِمِ مُحَمَّدِ بْنِ عَبْدِ الْمَلِكِ بْنِ الزَّيَّاتِ:
وَكُنْتَ أَخِي بِإِخَاءِ الزَّمَانِ ... فَلَمَّا نَبَا صِرْتَ حَرْبًا عَوَانَا
وَكُنْتُ أَذُمُّ إِلَيْكَ الزَّمَانَ ... فَأَصْبَحْتُ مِنْكَ أَذُمُّ الزَّمَانَا
পৃষ্ঠা - ৮৭২৬
“বহু বিপদ এমন, রয়েছে, যার প্রভাবে যুবকের হৃদয়ও সংকীর্ণ হয়ে যায় ৷ কিন্তু মহান আল্লাহ
তার থেকে মুক্তির পথ বের করে দেন ৷ হৃদয় সংকীর্ণ হয়ে গেল ৷ যখন তার পেরেকগুলো সুদৃঢ়
হল, তখন সংকট দুর হয়ে গেল ৷ অথচ, আমার ধারণা ছিল, সংকট বিদুরিত হবে না ৷”
তার আরো দুটি পঙক্তি হল :
’,এ; গ্র ৷
; এে ষ্ঠাং
“তুমি আমার চোখের মণি ছিলে ৷ আমার চক্ষু তোমার জন্য ত্রুন্দন করছে ৷ তোমার পরে
সে খুশী মরে যাক ৷ আমার তাে শুধু তােমারই মৃত্যুর ভয় ছিল ৷”
তন্মধ্যে কয়েকটি পঙক্তি হল, যেগুলো তিনি মু’তাসিম এর উযীর মুহাম্মদ ইবন আবদুল
মালিক ইবনুবৃ যায়্যাত এর প্রতি লিখেছিলেন হ;
-“কাল ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করার ফলে তুমি আমার ভাই হয়েছিলেন ৷ আর কাল যখন
মুখ ফিরিয়ে নিল, তুমি কঠিন যুদ্ধে পরিণত হয়ে গেছ ৷ বিপদাপদে আমি তোমার শরাণাপন্ন
হতাম ৷ আর এখন আমি তোমার থেকে নিরাপত্তা কামনা করছি ৷ ”
তীর আরো দুটি পঙক্তি হল :
“ পরিতৃপ্ত জীবন ও বিলাসিতার মাঝে তোমাকে পরিজন ও স্বদেশের প্রতি ফিরে আসতে
আন্তরিকভাবে ধারণ করা হয়নি ৷ তুমি যে জনপরুইে অনুপ্রবেশ কর না কেন সেখানেই তুমি
পরিজনের পরিবর্তে পরিজন এবং মাতৃভুমির পরিবর্তে মাতৃভুমি পেয়ে যাবে ৷”
ইবরাহীম ইবনুল আব্বাস এ বছরের মধ্যে শা’বান সুররা মানরআেয় ইনতিকাল করেন ৷ সে
সময় হাসান ইবন মুখাল্লাদ ইবনুল জাররাহ্ ইবরাহীম ইবন শাবান-এর খলীফ৷ ছিলেন ৷ বর্ণনাকারী
বলেন ;; হাশিম ইবন ফাইজুর এ বছরের যুলহাজ্জা মাসে ইনতিকাল করেন ৷
আমার মতে : এ বছর আহমদ ইবন সাঈদ আর-রিবাতী , সুফীবাদের ইমাম হারিস ইবনুল
আসাদ আল-মুহাসিবী, ইমাম শাফিঈ (র)-এর বন্ধু হারমালা ইবন ইয়াহ্ইয়া আততাজীবী,
আবদুল্লাহ্ ইবন মুআবিয়া আল-জুমাহী, মুহাম্মদ ইবন উমর আল-আদানী, হারুন ইবন আবদুল্লাহ
আল-হাম্মানী ও হান্নাদ ইবনুল-নারী ইনতিকাল করেন ৷
وَكُنْتُ أَعُدُّكَ لِلنَّائِبَاتِ ... فَهَا أَنَا أَطْلُبُ مِنْكَ الْأَمَانَا
وَلَهُ:
لَا يَمْنَعَنَّكَ خَفْضُ الْعَيْشِ فِي دَعَةٍ ... نُزُوعُ نَفْسٍ إِلَى أَهْلٍ وَأَوْطَانِ
تَلَقَى بِكُلِّ بِلَادٍ إِنْ حَلَلْتَ بِهَا ... أَهْلًا بِأَهْلٍ وَجِيرَانًا بِجِيرَانِ
وَكَانَتْ وَفَاتُهُ بِمُنْتَصَفِ شَعْبَانَ مِنْ هَذِهِ السَّنَةِ بِسُرَّ مَنْ رَأَى، رَحِمَهُ اللَّهُ.
قَالَ: وَمَاتَ هَاشِمُ بْنُ بَنْجُورٍ فِي ذِي الْحِجَّةِ.
[مَنْ تُوُفِّيَ فِيهَا مِنَ الْأَعْيَانِ]
قُلْتُ: وَفِيهَا تُوُفِّيَ أَحْمَدُ بْنُ سَعِيدٍ الرِّبَاطِيُّ، وَالْحَارِثُ بْنُ أَسَدٍ الْمُحَاسِبِيُّ أَحَدُ أَئِمَّةِ الصُّوفِيَّةِ، وَحَرْمَلَةُ بْنُ يَحْيَى التُّجِيبِيُّ صَاحِبُ
পৃষ্ঠা - ৮৭২৭
الشَّافِعِيِّ، وَعَبْدُ اللَّهِ بْنُ مُعَاوِيَةَ الْجُمَحِيُّ، وَمُحَمَّدُ بْنُ عُمَرَ الْعَدَنِيُّ، وَهَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ الْحَمَّالُ، وَهَنَّادُ بْنُ السَّرِيِّ.