আল বিদায়া ওয়া আন্নিহায়া

سنة ست وثلاثين ومائتين

الأحداث التي وقعت فيها

من توفي فيها من الأعيان

পৃষ্ঠা - ৮৬৩৭


হআমাদের প্রতিপালক ! আমরা আমাদের নেতাদের আনুগত্য করেছিলাম এবং তারা
ম্বমাদেরকে পথভ্রষ্ট করেছিল (সুরা আহযাব৪ ৬৭) ৷

এই লোকটি মানুষকে কষ্ট দিত এবং ধরে ধরে তাদেরকে খলীফা মা’মুন-এর নিকট প্রেরণ
ৰুরত

এ বছর যারা মৃত্যুমুখে পতিত হন্ধ্ ’ শ্ধ্তাদের একজন হলেন-

ইসহাক ইবন মাহান

ইসহাক ইবন মাহান আল-ঘুসিলী ৷ অতিশয় বিচক্ষণ, সাহিত্যিক পিতার সাহিত্যিক সন্তান,
সমকালের সুদর্শন সুপুরুষ এবং সর্বৰিদ্যায় পারদর্শী ছিলেন ৷ সে যুগের সব মানুষ তাকে
চনতেন ৷ ফিকাহ্, হাদীস বাকপটুতড়া, ভাষা ও কাব্যে তিনি পারদর্শী ছিলেন ৷ তবে তার বেশী
পরিচিতি ছিল গায়ক হিসেবে ৷ কেননা, তৎকালে তার সমকক্ষ কোন গায়ক ছিল না ৷

মু’তাসিম বলেনং ইসহাক যখন গান গাইত, তখন মনে হত যে আমার রাজত্ব বৃদ্ধি করে

তুলেছে ৷ মা মুন বলেনং ইসহ্াক ইবন মাহান যদি গায়ক হিসেবে পরিচিত না হত, তাহলে আমি

তাকে বিচারক নিয়োগ করতাম ৷ কেননা, আমি তার চা ৷রিত্রিক পবিত্রতা, নির্মলতা ও আমা নতদারী
সম্পর্কে জানি ৷

তার রচিত সুন্দর সুন্দর কাব্য ও বৃহৎ পাণ্ডুলিপি রয়েছে ৷ তার সধ্গ্নহে সকল বিষয়ের বিপুল
সংখ্যক কিতাব ছিল ৷ তিনি এ বছর মৃত্যুমুখে পতিত হন ৷ কারো মতে এর আগের বছর ৷ আবার

কারো মতে পরের বছর ৷

ইবন আসাকির তার পুর্ণাঙ্গ জীনব-চরিত বর্ণনা করেছেন এবং তার বহু মুল্যবান উক্তি, সুন্দর
কাব্য ও রােমহর্ষক কাহিনী বর্ণনা করেছেন, কলেবর বৃদ্ধির ভয়ে এখানে সেসব উল্লেখ করা থেকে
বিরত থাকলাম ৷ তবে একটি মজার কাহিনী এইরুপ যে, একদিন তিনি ইয়াহ্ইয়৷ ইবন খালিদ
ইবন বারমাককে গান গােনালে ইয়াহ্ইয়৷ তাকে দশ লাখ দীনার পুরস্কার প্রদান করেন ৷ ইয়৷ হ্ইয়ার
ছেলে জা’ ফরও সমপরিমাণ দান করেন ৷ ছেলে ফাযলও যে পরিমাণ দান করেন ৷৩ তার সুদীর্ঘ
কাহিনীতে এই ঘটনার উল্লেখ রয়েছে ৷

এরহ্ব শুরায়হ্ ইবন ইউনুস, শায়ব৷ ন ৷ইবন ফাররুখ, উবায়দৃল্লাহ্ ইবন উমর আল গাওয়৷ ৷রীরী
ও আবু বকর ইবন আর৷ শাহিব৷ মৃত্যুমুখে পতিত হন ৷ শেষোক্ত ব্যক্তি বিশিষ্ট মনীষী ও
ইন্শু ৷মের ইমামগণের একজন ৷ তিনি এমন একজন লেখক যে, তার সমকক্ষ লেখক তার
আগে ও ছিল না এবং পরেও নয় ৷

২৩৬ হিজৰীর সুচনা

এ বছর খলীফা ৷৩মু তাওয়াক্কিল হুসায়ন ইবন আলী ইবন আবী তালিব-এর কবর এবং তার
আশ-পাশের বাড়ি-ঘর ধ্বংস করে ফেলার নির্দেশ দেন এবং মানুষের মাঝে ঘোষণা দেন যে,
তিনদিানর পর যাকেই এখানে পাওয়া যাবে, আমি তাকে পাতাল বন্দীশালায় পাঠিয়ে দেব ৷ ফলে


[سَنَةُ سِتٍّ وَثَلَاثِينَ وَمِائَتَيْنِ] [الْأَحْدَاثُ الَّتِي وَقَعَتْ فِيهَا] ثُمَّ دَخَلَتْ سَنَةُ سِتٍّ وَثَلَاثِينَ وَمِائَتَيْنِ فِيهَا أَمَرَ الْمُتَوَكِّلُ بِهَدْمِ قَبْرِ الْحُسَيْنِ بْنِ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ وَمَا حَوْلَهُ مِنَ الْمَنَازِلِ وَالدُّورِ، وَنُودِيَ فِي النَّاسِ: مَنْ وُجِدَ هَاهُنَا بَعْدَ ثَلَاثَةِ أَيَّامٍ رُفِعَ إِلَى الْمُطْبِقِ. فَلَمْ يَبْقَ هُنَاكَ بَشَرٌ، وَاتَّخَذَ ذَلِكَ الْمَوْضِعَ مَزْرَعَةً تُحْرَثُ وَتُسْتَغَلُّ. وَفِيهَا حَجَّ بِالنَّاسِ مُحَمَّدٌ الْمُنْتَصِرُ ابْنُ الْمُتَوَكِّلِ. [مَنْ تُوُفِّيَ فِيهَا مِنَ الْأَعْيَانِ] وَفِيهَا تُوُفِّيَ: مُحَمَّدُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ مُصْعَبٍ، سَمَّهُ ابْنُ أَخِيهِ مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ إِبْرَاهِيمَ، وَكَانَ مُحَمَّدُ بْنُ إِبْرَاهِيمَ هَذَا مِنَ الْأُمَرَاءِ الْكِبَارِ. وَفِيهَا تُوُفِّيَ الْحَسَنُ بْنُ سَهْلٍ الْوَزِيرُ، وَالِدُ بُورَانَ زَوْجَةِ الْمَأْمُونِ الَّتِي تَقَدَّمَ ذِكْرُهَا، وَكَانَ مِنْ سَرَاةِ النَّاسِ وَرُؤَسَائِهِمْ. وَيُقَالُ: إِنَّ إِسْحَاقَ بْنَ إِبْرَاهِيمَ تُوُفِّيَ فِي هَذِهِ السَّنَةِ، فَاللَّهُ أَعْلَمُ.
পৃষ্ঠা - ৮৬৩৮
وَفِيهَا تُوُفِّيَ أَبُو سَعِيدٍ مُحَمَّدُ بْنُ يُوسُفَ الْمَرْوَزِيُّ فَجْأَةً، فَوَلِيَ ابْنُهُ يُوسُفُ مَكَانَهُ عَلَى نِيَابَةِ أَرْمِينِيَّةَ. وَفِيهَا تُوُفِّيَ أَيْضًا: إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ الْحِزَامِيُّ، وَمُصْعَبُ بْنُ عَبْدِ اللَّهِ الزُّبَيْرِيُّ، وَهُدْبَةُ بْنُ خَالِدٍ الْقَيْسِيُّ، وَأَبُو الصَّلْتِ الْهَرَوِيُّ، أَحَدُ الضُّعَفَاءِ.