سنة ثنتين وعشرين ومائتين
পৃষ্ঠা - ৮৫৩৫
অঞ্চলে নির্বাসিত করেন ৷ এ সময় রোমকরা তাদের উপর আক্রমণ করে তাদের নিশ্চিহ্ন করে
দেয় এবং তাদের হাত থেকে একজনও রেহাই পায়নি ৷ আর এটা ছিল তাদের সর্বশেষ পরিণতি ৷
এ বছরই খলীফা মু’তাসিম আফসীনকে যার নাম হায়দার ইবন কাওস বাবক আল খুররমীর
বিরুদ্ধে যুদ্ধের জন্য বিশাল এক ফৌজের কর্তৃত্ব অর্পণ করেন ৷ কেননা ইতিমধ্যেতার বিষয়টি
মাথাচাড়৷ দিয়ে উঠে এবং ৩ ৷র ৷শক্তিমত্তা ও দা ৷পট বৃদ্ধি পায় এবং তার অনুসা ৷রীরা আযা রবায়জান ও
তার সংলগ্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে ৷৩ার প্রথম উত্থান ঘটে দুইশ এক হিজরীতে ৷ সে ছিল মহা-
নাস্তিক ও সাক্ষাৎ শয়তান ৷ তখন আফসীন রসদ যোগান, দুর্গ নির্মাণ এবং ফৌজের অগ্রয৷ ত্রার পথ
নির্ধারণ ইত্যাদি সকল ক্ষেত্রে যুদ্ধ কৌশল নিপুণভাবে সম্পন্ন করার পর অগ্রসর হন ৷ এসময়
খলীফ৷ মুতাসিম তার কাছে সৈন্যবাহিনী ও সমর্থকদের ব্যয়ভার বহনের জন্য বিপুল পরিমাণ
সম্পদ প্রেরণ করেন ৷ এরপর তিনি বাবকের মুখোমুখি হন এবং প্রচণ্ড লড়াইয়ে লিপ্ত হন ৷ এ যুদ্ধে
আফসীন বাবকের সমর্থক যােদ্ধাদের বিপুল সৎখ্যককে হত্যা করেন, যার সংখ্যা এক লক্ষাধিক ৷
এদিকে বাবৃক নিজে তার নিজ শহরে পলায়ন করে এবং সেখানে বিপর্যন্ত অবস্থায় আশ্রয় গ্রহণ
করে ৷ এটা হল বাবকের প্রথম দুর্বলত৷ ৷ এ ছাড়া তাদের দুজনার মাঝে আ ৷রও একাধিক লড়াই
ৎঘটিত হয়েছে যার আলোচনা বেশ দীর্ঘ ৷ অবশ্য ইবন জা ৷রীর তার সব উল্লেখ করেছেন ৷
এ বছর মু তাসিম বাপদাদ থেকে বের হয়ে আল-কাতৃল নামক স্থানে অবতরণ করেন এবং
সেখানে বেশ কিছু দিন অবস্থান করেন ৷ এছাড়া এ বছর মুতাসিম বিশেষ মর্যাদা দানের পর ফাঘৃল
ইবন মারওয়ানের প্রতি রুষ্ট হন এবং তাকে মন্ধিছু থেকে অপসারণ করেন এবং তার ধ্ন-সম্পদ
বাজেয়াপ্ত করে তাকে বন্দী করেন ৷ এ সময় মুতাসিম তার স্থলে মুহাম্মদ ইবন আবদুল মালিক
ইবন আঘৃ-যায়া৩ কে নিয়োগ করেন ৷ এছাড়া এ বছর বিগত ৩বছরের হরুজ্জর আমীর সালিহ ইবন
আলী ইবন মুহাম্মদ হজ্জ পরিচালনা করেন ৷
আর এ বছর আদম ইবন আবু ইয়াস, আবদুল্লাহ ইবন রজা, আফ্ফান ইবন মাসলামা, বিশিষ্ট
কারী কালুন এবং আবুহুযায়ফ৷ আল-হিন্দী প্রমুখ ব্যক্তিবর্গ ইনতিকাল করেন ৷
২২১ হিজরীর সুচনা
এ বছর বড় বাগৃগা এবং বাবক্ এর মাঝে এক ভয়াবহ যুদ্ধ সংঘটিত হয় ৷ এ যুদ্ধে বাবক্
বাগৃগাকে পরাজিত করে এবং৩ তার উল্লেখযোগ্য স ×খ্যক সমর্থককে হত্যা করে ৷ এরপর
আফসীন ও বাবক্ যুদ্ধে লিপ্ত হয় তখন আফসীন একা ধিাক দীর্ঘ লড়াইয়ের পর তাকে পরাজিত
করেন এবং তার উল্লেখযোগ্য সংখ্যক সমর্থক সহযােদ্ধাকে হত্যা করেন ৷ ইবন জারীর যার বিশদ
বিবরণ দিয়েছেন আর এ বছর হজ্জ পরিচালনা করেন মক্কার নায়িব ও প্রশাসক মুহাম্মদ ইবন দাউদ
ইবন ইস৷ ইবন মুসা আল-সাবৃবাসী ৷
এছাড়া এ বছর আরও য ৷র৷ ইনতিকাল করেন তাদের অন্যতম হলেন, আসিম ইবন আলী
আবদুল্লাহ ইবন মুসলিম আল কানবীন্ আবদান এবং হিশাম ইবন উবায়দুল্লাহ্ আররাযী ৷
২২২ হিজরীর আগমন
এ বছর খলীফ৷ মুতাসিম বাবকের বিরুদ্ধে যুদ্ধের জন্য আফসীনের সাহায্য স্বরুপ বহু
ৎখ্যক ফৌজ প্রেরণ করেন এবং সেনাবাহিনীর ব্যয় নির্বাহের জন্য তার কাছে তিন কোটি দির হাম
[سَنَةُ ثِنْتَيْنِ وَعِشْرِينَ وَمِائَتَيْنِ]
[الْأَحْدَاثُ الَّتِي وَقَعَتْ فِيهَا]
ثُمَّ دَخَلَتْ سَنَةُ ثِنْتَيْنِ وَعِشْرِينَ وَمِائَتَيْنِ
فِيهَا وَجَّهَ الْمُعْتَصِمُ جَيْشًا كَثِيفًا مَدَدًا لِلْأَفْشِينِ عَلَى مُحَارَبَةِ الْخُرَّمِيَّةِ، وَبَعَثَ إِلَيْهِ ثَلَاثِينَ أَلْفَ أَلْفِ دِرْهَمٍ نَفَقَةً لِلْجُنْدِ وَالْأَتْبَاعِ. وَفِيهَا اقْتَتَلَ الْأَفْشِينُ والْخُرَّمِيَّةُ قِتَالًا عَظِيمًا، وَافْتَتَحَ الْأَفْشِينُ الْبَذَّ مَدِينَةَ بَابَكَ وَاسْتَبَاحَ مَا فِيهَا، وَلِلَّهِ الْحَمْدُ، وَذَلِكَ يَوْمَ الْجُمُعَةِ لِعَشْرٍ بَقِينَ مِنْ رَمَضَانَ، وَذَلِكَ بَعْدَ مُحَاصَرَةٍ وَحُرُوبٍ هَائِلَةٍ وَقِتَالٍ شَدِيدٍ وَجُهْدٍ جَهِيدٍ، وَقَدْ أَطَالَ أَبُو جَعْفَرٍ بَسْطَهُ جِدًّا. وَحَاصِلُ الْأَمْرِ أَنَّهُ افْتَتَحَ الْبَلَدَ وَأَخَذَ جَمِيعَ مَا احْتَوَى عَلَيْهِ مِنَ الْأَمْوَالِ مِمَّا قَدَرَ عَلَيْهِ.
পৃষ্ঠা - ৮৫৩৬
প্রেরণ করেন ৷ এরপর উভয় বাহিনী প্রচণ্ড লড়ইিয়ে লিপ্ত হয় এবং সেনাপতি আফসীন, বাবকের
শহর আলবাঘৃ দখল করেন এবং তথাকার সবকিছু করায়ত্ত করেন ৷ আর এটা ছিল রমযান মাবুসর
২০ (বিশ) তারিখ শুক্রবার ৷ আর তা সম্ভব হয় দীর্ঘ অবরোধ, ভয়াবহ লড়াই, উব্রে মুকাবিলা ও
প্রাণাত চেষ্টার পর ৷ ইবন জারীর তা অত্যন্ত বিশদ ও বিস্তারিতভাবুব বর্ণনা করেছেন ৷ সার কথা এ
সময় তিনি এই ভুখণ্ড জয় করেন এবং যথাসাধ্য সেখানকার সকল ধন-সম্পদ করায়ত্ত করেন ৷
বাবকের ধৃত হওয়ার আলোচনা
মুসলমানগণ তখন তার রাজধানী ও শক্তির উৎসভৃমি বায্ নামক শহর দখল করে নেয় ৷
খনত বাবক্ তার সন্তান ওাজনদের নিয়ে পলায়ন করে ৷ এ সময় তার সাথে তার মতো ও ত্রীও
ছিল ৷ এদিকে ক্রমান্বয়ে তার সমর্থক সৎখক্তাহ্রাস পেয়ে অল্প সংখ্যক মানুষের ক্ষুদ্র দলে পরিণত
হয় এবং পথিমধ্যে তাদের খাদ্য ও রসদ ফুরিয়ে যায় ৷ এ সময় তারা এক কৃষকের সাক্ষাৎ পায়
তখন বাবক্ তার খাদিবুমর কাছে কিছুার্ণমুদ্রা দিয়ে তার কাছে এই বলে পাঠায় তাকে এই
ার্ণমুদ্রাগুলো দিয়ে তার রুটিগুবুলা নিয়ে আস ৷ এ সময় ঐ কৃষকের সঙ্গী দুর থেকে বাবকের
খাদিমবুক তার থেকে রুটি নিতে দেবুখ ভাবে যে ঐ ব্যক্তি তার থেকে রুটি কেড়ে নিচ্ছে ৷ তখন
যে সে স্থাবুনর একটি দুর্গে যায় যেখানে সাহল ইবন সানবাত নামক খলীফার জনৈক নায়িব
ছিলেন এবং তার কাছে ঐ খাদিবুমর বিরুদ্ধে প্রতিকারমুলক ব্যবস্থা গ্রহণের আবেদন জানায় ৷
তখন তিনি (নায়িব) নিজেই সওয়ারীতে আরোহণ কবুর অগ্রসর হন এবং ঐ খাদিবুমর নাপাল
পেয়ে যান ৷ তিনি তাবুক প্রশ্ন করেন, তোমার ব্যাপার কী ? তখন সে ববুল, না তেমন কিইে না ৷
আমি তাকে কয়েকটি দীনার দিয়েছি এবং তার থেকে রুটি নিয়েছি ৷ তখন তিনি বলেন, তোমার
পরিচয় কী ? তখন সে৩ তার কাছে নিজের পরিচয় গোপন করার চেষ্টা করেন, জ্যি তিনি নাছোড় ৷
খনত সে ববুল, আমি হলাম বাবকের জনৈক খা দিম ৷ তখন তিনি বলেন, যে কোথায় ? তখন সে
ববুল, ঐ তো ওখানে ববুস আহারের জন্য অপেক্ষা করছেন ৷ তখন সাহ্ল ইবন সানবাত তার
কাছে মনে তিনি তখন তাকে দেখতে পান তখন বাহন থেকে নেমে তার হাত চুম্বন করেন এবং
বলেন, জনাব ! আপনি কোথায় যেতে চান, তখন বাবক্ বলে, আামি রোমক ভুখণ্ডে প্রবেশ করতে
চাই ৷ এ সময় সাহল বলেন, আপনি যার কাছে থাবুকন তার আশ্রয় কি আমার এই দুর্গের চেয়ে
সুরক্ষিত এমতাবস্থায় যে আমি আপনার খাদিম ও সেবক ? এভা বুব তিনি তাকে ধোকা দিতে
সক্ষম হন এবং তাবুক নিজের সাথে দৃর্গে নিয়ে যান ৷ তিনি তাকে সসম্মানে সেখানে অবস্থান
করলে এবং তার জন্য প্রচুর খরচাচিত্ত উপহার ইত্যা দি সরবরাহ করেন ৷ এরপর তিনি তার বিষয়ে
আমীর আফসীনবুক লিখে জানান ৷ তখন আফসীন তাকে গ্রেফতার করার জন্য দৃ’ জন আমীরকে
পাঠান যারা এবুস ঐ দুর্গের কাছাকাছি অবস্থান গ্রহণ করে ইবন সানবাতকে তা পত্রের মাধ্যমে
অবহিত কবুরন ৷ তখন ইবন সানবাত তাদের উবুদ্দবুশ্য ববুল পাঠান আমার পরবর্তী নির্দেশ
তোমাদের কাছে পৌছা না পর্যন্ত তোমরা তোমাদের স্থাবুন অবস্থান কর ৷ এরপর তিনি বাবক্বুক
বলেন, নিশ্চয় এই দৃর্গে অবস্থানের কারণে আপনার মনে দৃর্ভাবনা ও সংকীর্ণতা সৃষ্টি হয়েবুছ, আর
আজবুক আমি শিকাবুর বের হওয়ার সংকল্প করেছি, আমাদের সাথে থাকবে শিকারী কাজ ও
কুকুরদল ৷ আপনি যদি ভাল মনে করেন আপনার এই দুর্ভাবনা ও মানসিক সৎ ংতাি দুর করার
জন্য আমাদের সাথে বের হবেন তাহলে হতে পারেন ৷ সে বলল, হীা , এরপর তারা সকবুল বের
[قَتْلُ وَمَسْكُ بَابَكَ الْخُرَّمِيِّ]
ذِكْرُ مَسْكِ بَابَكَ الْخُرَّمِيِّ وَأَسْرِهِ وَقَتْلِهِ
لَمَّا احْتَوَى الْمُسْلِمُونَ عَلَى بَلَدِهِ الْمُسَمَّى بِالْبَذِّ، وَهِيَ دَارُ مُلْكِهِ وَمَقَرُّ سُلْطَانِهِ، هَرَبَ بِمَنْ مَعَهُ مِنْ أَهْلِهِ وَوَلَدِهِ وَمَعَهُ أُمُّهُ وَامْرَأَتُهُ، فَانْفَرَدَ فِي شِرْذِمَةٍ قَلِيلَةٍ مِنْ خَدَمِهِ، وَلَمْ يَبْقَ مَعَهُمْ طَعَامٌ، فَاجْتَازَ بِحَرَّاثٍ فَبَعَثَ غُلَامَهُ إِلَيْهِ وَمَعَهُ ذَهَبٌ فَقَالَ: أَعْطِهِ الذَّهَبَ وَخُذْ مَا مَعَهُ مِنَ الْخُبْزِ. فَنَظَرَ شَرِيكٌ الْحَرَّاثِ إِلَيْهِ مِنْ بَعِيدٍ وَهُوَ يَأْخُذُ مِنْهُ الْخُبْزَ، فَظَنَّ أَنَّهُ قَدِ اغْتَصَبَهُ مِنْهُ، فَذَهَبَ إِلَى حِصْنٍ هُنَاكَ فِيهِ نَائِبٌ لِلْخَلِيفَةِ يُقَالُ لَهُ: سَهْلُ بْنُ سُنْبَاطٍ لِيَسْتَعْدِيَ عَلَى ذَلِكَ الْغُلَامِ، فَرَكِبَ بِنَفْسِهِ وَجَاءَ فَوَجَدَ الْغُلَامَ فَقَالَ: مَا خَبَرُكَ؟ فَقَالَ: لَا شَيْءَ وَإِنَّمَا أَعْطَيْتُهُ دَنَانِيرَ، وَأَخَذْتُ مِنْهُ هَذَا الْخُبْزَ. فَقَالَ: وَمَنْ أَنْتَ؟ فَأَرَادَ أَنْ يُعَمِّيَ عَلَيْهِ الْخَبَرَ، فَأَلَحَّ عَلَيْهِ، فَقَالَ: مِنْ غِلْمَانِ بَابَكَ. فَقَالَ: وَأَيْنَ هُوَ؟ فَقَالَ: هَاهُوَ ذَا جَالِسٌ يُرِيدُ الْغَدَاءَ، فَسَارَ إِلَيْهِ سَهْلُ بْنُ سُنْبَاطٍ، فَلَمَّا رَآهُ تَرَجَّلَ وَجَاءَهُ فَقَبَّلَ يَدَهُ وَقَالَ: يَا سَيِّدِي أَيْنَ تُرِيدُ؟ قَالَ: أُرِيدُ أَنْ أَدْخُلَ بِلَادَ الرُّومِ، فَقَالَ: إِلَى عِنْدِ مَنْ تَذْهَبُ أَحْرَزُ مِنْ حِصْنِي وَأَنَا غُلَامُكَ وَفِي خِدْمَتِكَ؟ وَمَا زَالَ بِهِ حَتَّى خَدَعَهُ وَأَخَذَهُ مَعَهُ إِلَى الْحِصْنِ، فَأَنْزَلَهُ عِنْدَهُ وَأَجْرَى عَلَيْهِ النَّفَقَاتِ الْكَثِيرَةَ وَالتُّحَفَ وَغَيْرَ ذَلِكَ وَكَتَبَ إِلَى الْأَفْشِينِ يُعْلِمُهُ بِذَلِكَ، فَأَرْسَلَ إِلَيْهِ أَمِيرَيْنِ لِقَبْضِهِ فَنَزَلَا قَرِيبًا مِنَ الْحِصْنِ وَكَتَبَا إِلَى ابْنِ سُنْبَاطٍ فَقَالَ: أَقِيمَا مَكَانَكُمَا حَتَّى يَأْتِيَكُمَا أَمْرِي. ثُمَّ قَالَ لِبَابَكَ: إِنَّكَ قَدْ
পৃষ্ঠা - ৮৫৩৭
حَصَلَ لَكَ غَمٌّ وَضِيقٌ مِنْ هَذَا الْحِصْنِ وَقَدْ عَزَمْتُ عَلَى الْخُرُوجِ الْيَوْمَ إِلَى الصَّيْدِ وَمَعَنَا بُزَاةٌ وَكِلَابٌ، فَإِنْ أَحْبَبْتَ أَنْ تَخْرُجَ مَعَنَا لِتَنْشَرِحَ. قَالَ: نَعَمْ. فَخَرَجُوا وَبَعَثَ ابْنُ سُنْبَاطٍ إِلَى الْأَمِيرَيْنِ أَنْ كُونَا بِمَكَانِ كَذَا وَكَذَا وَفِي وَقْتِ كَذَا وَكَذَا مِنَ النَّهَارِ، فَلَمَّا كَانُوا بِذَلِكَ الْمَوْضِعِ أَقْبَلَ الْأَمِيرَانِ بِمَنْ مَعَهُمَا مِنَ الْجُنُودِ فَأَحَاطُوا بِبَابَكَ وَبِابْنِ سُنْبَاطٍ، فَلَمَّا رَأَوْهُ جَاءُوا إِلَيْهِ فَقَالُوا: تَرَجَّلْ عَنْ دَابَّتِكَ. فَقَالَ: وَمَنْ أَنْتُمَا؟ فَذَكَرَا أَنَّهُمَا مِنْ عِنْدِ الْأَفْشِينِ فَتَرَجَّلَ حِينَئِذٍ عَنْ دَابَّتِهِ وَعَلَيْهِ دُرَّاعَةٌ بَيْضَاءُ وَعِمَامَةٌ بَيْضَاءُ وَخُفٌّ قَصِيرٌ وَفِي يَدِهِ بَازٌ فَنَظَرَ إِلَى ابْنِ سُنْبَاطٍ، فَقَالَ: قَبَّحَكَ اللَّهُ، فَهَلَّا طَلَبْتَ مِنِّي مِنَ الْمَالِ مَا شِئْتَ، فَكُنْتُ أَعْطَيْتُكَ أَكْثَرَ مِمَّا يُعْطِيكَ هَؤُلَاءِ. ثُمَّ أَرْكَبُوهُ وَأَخَذُوهُ مَعَهُمَا إِلَى الْأَفْشِينِ فَلَمَّا اقْتَرَبُوا مِنْ بِلَادِ الْأَفْشِينِ خَرَجَ فَتَلَقَّاهُ، وَأَمَرَ النَّاسَ أَنْ يَصْطَفُّوا صَفَّيْنِ وَأَنْ يَتَرَجَّلَ بَابَكَ فَيَدْخُلَ بَيْنَ النَّاسِ وَهُوَ مَاشٍ، فَفَعَلَ ذَلِكَ، وَكَانَ يَوْمًا مَشْهُودًا جِدًّا، وَكَانَ ذَلِكَ فِي شَوَّالٍ مِنْ هَذِهِ السَّنَةِ. ثُمَّ احْتَفَظَ بِهِ وَهُوَ فِي السِّجْنِ عِنْدَهُ ثُمَّ كَتَبَ الْأَفْشِينُ إِلَى الْمُعْتَصِمِ يُخْبِرُهُ بِأَنَّ بَابَكَ فِي أَسْرِهِ وَقَدِ اسْتَحْضَرَ أَخَاهُ عَبْدَ اللَّهِ أَيْضًا فَكَتَبَ إِلَيْهِ الْمُعْتَصِمُ يَأْمُرُهُ أَنْ يَقْدَمَ بِهِمَا عَلَيْهِ إِلَى بَغْدَادَ
পৃষ্ঠা - ৮৫৩৮
فَتَجَهَّزَ بِهِمَا إِلَى بَغْدَادَ فِي تَمَامِ هَذِهِ السَّنَةِ.
وَحَجَّ بِالنَّاسِ فِيهَا مُحَمَّدُ بْنُ دَاوُدَ الْمُتَقَدِّمُ ذِكْرُهُ.
[مَنْ تُوُفِّيَ فِيهَا مِنَ الْأَعْيَانِ]
وَفِيهَا تُوُفِّيَ:
أَبُو الْيَمَانِ الْحَكَمُ بْنُ نَافِعٍ.
وَعُمَرُ بْنُ حَفْصِ بْنِ غِيَاثٍ.
وَمُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ.
وَيَحْيَى بْنُ صَالِحٍ الْوُحَاظِيُّ.