سنة عشرين ومائتين من الهجرة النبوية
পৃষ্ঠা - ৮৫৩০
মিসর-এ ইবন ইউনুস তা বলেছেন ৷ তবে ঐতিহাসিক সুয়ায়লী দাবী করেছেন, তিনি ২১৩ (দৃইশ
(তর) হিজরীতে ইনতিকাল করেন, সেসব ইতিপুর্বে আলোচনা হয়েছে, আর আল্লাহ সর্বাধিক
জানেন ৷
২১৯ হিজরীর আগমন
এ বছর নবী পরিবারের ইমাম রেযার আহ্বায়করুপে মুহাম্মদ ইবন কাসিম ইবন উমর ইবন
আলী ইবন হুসড়ায়ন ইবন আলী ইবন আবু তালিব খুরসােনের তালকান নামক অঞ্চলে আত্মপ্রকাশ
করেন ৷ এসময় ধ্ তার চারপাশে বহু সমর্থক সমবেত হয় এবং আবদুল্লাহ ইবন তাহিরের
সেনাপতিগণ তার বিরুদ্ধে একাধিধদকৰার লড়াইয়ে লিপ্ত হয় ৷ এরপর তারা তার বিরুদ্ধে বিজয়
লাভ করলে তিনি পলায়ন করেন ৷ তারপর ধৃত হন এবং আবদুল্লাহ্ ইবন তাহিরের কাছে প্রেরিত
হন ৷ তখন আবদুল্লাহ ইবন তাহির তাকে খলীফা মু’তাসিমের কাছে প্রেরণ করেন এবং তিনি
রবিউল আওয়াল মাসের মধ্যভাগে পনের তারিখ তার সাক্ষাভ্রুত প্রবেশ করেন ৷ এ সময়
মু’তাসিমের নির্দোশ তাকে একটি সংকীর্ণ স্থানে বন্দী রাখা হয় যার দৈর্ঘ্য তিন হাত এবং প্রস্থ দুই
হাত, সেখানে তিন দিন অবস্থানের পর তাকে অপেক্ষাকৃত স্থানে স্থানান্তরিত করা হয় এবং তার
আহার ও সেবকের ব্যবস্থা করা হয় ৷ সেখানে তিনি ঈদুল ফিত্রের রাত পর্যন্ত বন্দী থাকেন ৷ এ
সময় লোকজন যখন ঈদ উৎসবে ব্যস্ত তখন তাকে তার প্ৰকোষ্ঠের আলো প্রবেশের পথ দিয়ে
একটি দড়ি ঝুলিয়ে দেয়া হয় এবং তিনি সেখান থেকে সরে পড়েন, কিন্তু একথা জানা অসম্ভব
হয়নি তিনি কিভাবে সেখান থেকে বের হন এবং কোন ভুখণ্ডে গমন করেন ৷ আর (এ বছরের)
জুমাদাল উলা মাসের ১ ১ (এপার) তারিখ রবিবার ইসহাক ইবন ইবরাহীম খুররযীদের যুদ্ধ থেকে
বাগদাদে প্রত্যাবর্তন করেন ৷ এ সময় তার সাথে থুররমী অনেক যুদ্ধ বন্দী ছিল ৷ এ যুদ্ধে একলক্ষ
খুররমী যোদ্ধা নিহত হয়েছিল ৷ এ বছরই খলীফা মুতাসিম বিপুল সংখ্যক ফৌজসহ আজীফকে
যুতীদের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রেরণ করেন যারা কাফেলা লুণ্ঠন ও শস্যাদি ছিনতাইয়ের মাধ্যমে
বসরা ভুখণ্ডে নৈরাজ্য সৃষ্টি করে ৷ তিনি তাদের বিরুদ্ধে লড়াইয়ের উদ্দেশ্যে নয় মাস সেখানে
অবস্থান করেন ৷ এ সময়ের মধ্যে তিনি তাদের পরাজিত করেন এবং তাদের অনিষ্ট দমন করেন
এবং তাদের অধিকাৎশকে ধ্বংস ও বরবাদ করেন ৷ মুহাম্মদ ইবন উছমান নামক এক ব্যক্তি
তাদের কর্তৃহাধিকারী ছিল , আর তার সাথে আরেকজন ছিল সামাল্লাক নামে ৷ আর সেই ছিল
কুচক্রী ও শয়তান ৷ এরপর আল্লাহ্ মুসলমানদেরকে তার ও তার অনিষ্ট থেকে স্বস্তি দান করেন ৷
এছাড়া এবছর ইমাম আহমদের শায়খ সুলায়মান ইবন দাউদ আল-হাশিমী, ইমাম শাফিঈর
শাগরেদ ও মুসনাদ সংকলক আবদুল্লাহ ইবন যুবায়র আল-হুমায়দী, আলী ইবন আয়্যাশ, ইমাম
বুখারীর শায়খ আবুনুআয়ম আল-ফযল ইবন দাকীন এবং আবুবাহ্হার আল-হিনৃদী ইনতিকাল
করেন ৷
২২০ হিজরীর আগমন
এ বছর আশুরার দিন আজীফ নৌপথে বাগদাদে প্রবেশ করেন ৷ এ সময় তার সাথে ছিল
সাতাশ হাজার যুতী যাদেরকে তিনি নিরাপত্তা দিয়ে খলীফার কাছে নিয়ে আসেন ৷ প্রথমে
তাদেরকে বাগদাদের পুর্ব প্রান্তে অবস্থান করানো হয় ৷ এরপর খলীফা তাদেরকে আয়নে রুমা’
[سَنَةُ عِشْرِينَ وَمِائَتَيْنِ مِنَ الْهِجْرَةِ النَّبَوِيَّةِ]
[الْأَحْدَاثُ الَّتِي وَقَعَتْ فِيهَا]
ثُمَّ دَخَلَتْ سَنَةُ عِشْرِينَ وَمِائَتَيْنِ مِنَ الْهِجْرَةِ النَّبَوِيَّةِ
فِي يَوْمِ عَاشُورَاءَ دَخَلَ عُجَيْفٌ فِي السُّفُنِ إِلَى بَغْدَادَ وَمَعَهُ مِنْ الزُّطِّ سَبْعَةٌ وَعِشْرُونَ أَلْفًا قَدْ جَاءُوا بِالْأَمَانِ إِلَى الْخَلِيفَةِ فَأُنْزِلُوا فِي الْجَانِبِ الشَّرْقِيِّ ثُمَّ نَفَاهُمُ الْخَلِيفَةُ إِلَى عَيْنِ زُرْبَةَ فَأَغَارَتْ الرُّومُ عَلَيْهِمْ فَاجْتَاحُوهُمْ عَنْ آخِرِهِمْ، فَلَمْ يُفْلِتْ مِنْهُمْ أَحَدٌ فَكَانَ آخِرَ الْعَهْدِ بِهِمْ.
وَفِيهَا عَقَدَ الْمُعْتَصِمُ لِلْأَفْشِينِ وَاسْمُهُ حَيْدَرُ بْنُ كَاوَسَ عَلَى جَيْشٍ عَظِيمٍ لِقِتَالِ بَابَكَ الْخُرَّمِيَّ لَعَنَهُ اللَّهُ، وَكَانَ قَدِ اسْتَفْحَلَ أَمْرُهُ جِدًّا، وَقَوِيَتْ شَوْكَتُهُ جِدًّا، وَانْتَشَرَتْ أَتْبَاعُهُ فِي بِلَادِ أَذْرَبِيجَانَ وَمَا وَالَاهَا، وَكَانَ أَوَّلُ ظُهُورِهِ فِي سَنَةِ إِحْدَى وَمِائَتَيْنِ، وَكَانَ زِنْدِيقًا كَبِيرًا وَشَيْطَانًا رَجِيمًا، فَسَارَ الْأَفْشِينُ وَقَدْ أَحْكَمَ صِنَاعَةَ الْحَرْبِ فِي الْأَرْصَادِ وَعِمَارَةِ الْحُصُونِ وَإِيصَالِ الْمَدَدِ، وَأَرْسَلَ إِلَيْهِ الْمُعْتَصِمُ بِاللَّهِ
পৃষ্ঠা - ৮৫৩১
مَعَ بُغَا الْكَبِيرِ أَمْوَالًا جَزِيلَةً نَفَقَةً لِمَنْ مَعَهُ مِنَ الْجُنْدِ وَالْأَتْبَاعِ وَقَدِ اتَّقَعَ، فَالْتَقَى هُوَ وَبَابَكَ فِي هَذِهِ السَّنَةِ فَاقْتَتَلَا قِتَالًا عَظِيمًا، فَقَتَلَ الْأَفْشِينُ مِنْ أَصْحَابِ بَابَكَ خَلْقًا كَثِيرًا أَزْيَدَ مِنْ أَلْفٍ وَهَرَبَ هُوَ إِلَى مَدِينَتِهِ فَأَوَى إِلَيْهَا مَكْسُورًا وَكَانَ هَذَا أَوَّلَ مَا تَضَعْضَعَ مِنْ أَمْرِ بَابَكَ لَعَنَهُ اللَّهُ، وَجَرَتْ بَيْنَهُمَا حُرُوبٌ يَطُولُ ذِكْرُهَا، وَقَدِ اسْتَقْصَاهَا الْإِمَامُ أَبُو جَعْفَرٍ، رَحِمَهُ اللَّهُ.
وَفِي هَذِهِ السَّنَةِ خَرَجَ الْمُعْتَصِمُ مِنْ بَغْدَادَ فَنَزَلَ الْقَاطُولَ فَأَقَامَ بِهَا.
وَفِيهَا غَضِبَ الْمُعْتَصِمُ عَلَى الْفَضْلِ بْنِ مَرْوَانَ بَعْدَ الْمَكَانَةِ الْعَظِيمَةِ وَعَزَلَهُ عَنِ الْوَزَرَاةِ وَحَبَسَهُ وَأَخَذَ أَمْوَالَهُ، وَجَعَلَ مَكَانَهُ مُحَمَّدَ بْنَ عَبْدِ الْمَلِكِ بْنِ الزَّيَّاتِ.
وَحَجَّ بِالنَّاسِ فِي هَذِهِ السَّنَةِ صَالِحُ بْنُ عَلِيِّ بْنِ مُحَمَّدٍ أَمِيرُ السَّنَةِ الْمَاضِيَةِ.
[مَنْ تُوُفِّيَ فِيهَا مِنَ الْأَعْيَانِ]
وَفِيهَا تُوُفِّيَ مِنَ الْأَعْيَانِ:
آدَمُ بْنُ أَبِي إِيَاسٍ.
وَعَبْدُ اللَّهِ بْنُ رَجَاءٍ.
وَعَفَّانُ بْنُ مُسْلِمٍ.
পৃষ্ঠা - ৮৫৩২
وَقَالُونُ.
أَحَدُ مَشَاهِيرِ الْقُرَّاءِ.
وَأَبُو حُذَيْفَةَ النَّهْدِيُّ.