আল বিদায়া ওয়া আন্নিহায়া

سنة ست ومائتين

পৃষ্ঠা - ৮৪৫০


তারা আল্লাহর কাছে সম্মানের পাত্র হলে এবং দামী হলে অবশ্যই তিনি তাদেরকে তার বিরুদ্ধাচরণ
করা হতে রাধাগ্রস্ত করতেন এবং তাদের ও গোনাহের মধ্যে অন্তরায় হয়ে যেতেন ৷ তিনি
বলেছেন, কিয়ামতের দিন রহমানের সংগে উপবিষ্ট তার সভাষদবর্গ তারা, যাদের মধ্যে তিনি
এসব চরিত্র গুণ গচ্ছিত রেখেছেন ড্ডতা-বদান্যতা, ভৈন্থর্য, ইল্ম, হিকমত-প্রজ্ঞা , কােমলতা,
দয়র্দেতা, অনৃগ্নহশীলতা, ক্ষমা-মার্জনা, দান-অনুদান ও করুণা ৷

মিহানুল মাশাইয কিভাবে আবু আবদুর রহমান সুলামী উদ্ধৃত করেছেন, আবু সুলায়মান
দারানীকে দামিশৃক হতে বহিষ্কার করা হয়েছিল ৷ কেননা তারা বলাবলি করছিল, তিনি
ফিরিশতাদের দেখতে পান এবং তারা তার সংগে কথা বলে ৷ আবু সুলায়মান কোন সীমান্ত
অঞ্চলের দিকে চলে গেলেন ৷ এসময় জনৈক শাম (সিরিয়া) রানী স্বপ্নে দেখল, “সে ফিরে না
আসলে তারা ধ্বংস হয়ে যাবে ৷ ” তখন তারা তার সন্ধানে বের হল এবং অনেক অনুনয়-বিনয়
করে তাকে ফিরিয়ে আনল ৷

তার মৃত্যুর সময় নিয়ে অনেক মতভেদ হয়েছে ৷ কেউ বলেছেন, দুইশ চার ইিজরী সনে
তিনি ইনতিকাল করেন ৷ কারো মতে দুইশ পড়াচ সনে এবং কারো মতে দৃইশ পনের হিজরীতে
এমনকি কারো মতে দুইশ পয়ত্রিশ ইিজরীতে ৷ আল্লাহ্ই সমধিক অবগত ৷ আবু সুলায়মানের
মৃত্যুর দিন মারওয়ান তাতারী বললেন, তার কারণে সমগ্র মুসলিম উম্মড়াহ বিপদগ্নস্ত হল ৷ আমার
বক্তব্য, তাকে দারিয়া গ্রামের সম্মুখ প্রান্তে (ও কিবলা প্রান্তে) দাফন করা হয় ৷ তার কবর সেখানে
(আজও) প্রসিদ্ধ এবং তার উপরে সৌধ নির্মাণ করা হয়েছে ৷ তার সামনের (কিবলার) দিকে
একটি মসজিদ আছে, যা আমীর নাহিযুদ্দীন উমর আন-নাহরাওয়ালী নির্মাণ করেছেন ৷ তিনি
সেখানে অবস্থানকারীদের জন্য কিছু সম্পত্তিও ওয়াক্ফ করেছেন যার আয় দিয়ে তাদের ব্যয় নির্বাহ
করা হত ৷ আমাদের (প্রন্থকার) যুগে মাযারটির সং ৷র করা হয়েছে ৷ ইবন আসাকিরের বর্ণনায়
আমি আবুসুলায়মানের দাফনের স্থান প্রসংগে কোন আলোচনা দেখতে পাইনি ৷ এটা তার পক্ষে
অত্যন্ত আশ্চর্যের বিষয় ৷

ইবন আসাকির আহমদ ইবন আবুল হাওয়ারী হতে বর্ণনা করেছেন ৷ তিনি বলেন, আমি স্বপ্নে
আবু সুলায়মানকে দেখার বাসনা পোষণ করতাম ৷ এক বছর পরে তাকে আমি দেখলাম ৷ আমি
বললাম, আল্লাহ্ আপনার সংগে কী আচরণ করেছেন হে মুআল্লিম (উস্তাদজী) ! তিনি
বললেন, হে আহমদ, আমি একদিন বাবুস সার্গীর হতে প্রবেশ করলাম, সেখানে সুগন্ধী ডালের
একটি বোঝা দেখতে পেয়ে তা হতে একটি কাঠি নিয়েছিলাম ৷ পরে তা ফেলে দিয়েছিলাম অথবা
তা দিয়ে খিলাল করেছিলাম তা আমার মনে নেই ৷ আমি এখন পর্যন্ত তার হিসাব প্রদানে ব্যস্ত
রয়েছি ৷ আবুসুলায়মানের পুত্র সুলায়মান তার প্রায় দুই বছর পরে ইনতিকাল করেন ৷ আল্লাহ তার
উপর রহম করুন ৷

২০৬ হিজরীর আগমন

এ বছর মামুন দাউদ ইবন মাসজুরকে বসরা, দজলা উপকুলের বসতী এবং ইয়ামামা ও
বাহরায়নের শাসক নিয়োগ করেন এবং তাকে যুও (জাঠ) উপজাতীয়দের দমন করার আদেশ
প্রদান করেন ৷ এ বছর প্রবল প্লাবণ (বনহ্ড়া) দেখা দেয় এবং সাওয়াদ অঞ্চল নিমজ্জিত হয়ে মানুষের


[سَنَةُ سِتٍّ وَمِائَتَيْنِ] [الْأَحْدَاثُ الَّتِي وَقَعَتْ فِيهَا] ثُمَّ دَخَلَتْ سَنَةُ سِتٍّ وَمِائَتَيْنِ فِيهَا وَلَّى الْمَأْمُونُ دَاوُدَ بْنَ مَاسَجُورَ بِلَادَ الْبَصْرَةِ وَكُورَ دِجْلَةَ وَالْيَمَامَةَ وَالْبَحْرَيْنِ، وَأَمَرَهُ بِمُحَارَبَةِ الزُّطِّ. وَفِيهَا جَاءَ مَدٌّ كَثِيرٌ فَغَرَّقَ بِلَادَ أَرْضِ السَّوَادِ وَأَهْلَكَ لِلنَّاسِ شَيْئًا كَثِيرًا. وَفِيهَا وَلَّى الْمَأْمُونُ عَبْدَ اللَّهِ بْنَ طَاهِرِ بْنِ الْحُسَيْنِ الرَّقَّةَ وَأَمَرَهُ بِمُحَارَبَةِ نَصْرِ بْنِ شَبَثٍ وَذَلِكَ أَنَّ نَائِبَهَا يَحْيَى بْنَ مُعَاذٍ مَاتَ، وَكَانَ قَدِ اسْتَخْلَفَ مَكَانَهُ ابْنَهُ أَحْمَدَ، فَلَمْ يُمْضِ ذَلِكَ الْمَأْمُونُ وَاسْتَنَابَ عَلَيْهَا عَبْدَ اللَّهِ بْنَ طَاهِرٍ؛ لِشَهَامَتِهِ وَبَصَرِهِ بِالْأُمُورِ، وَحَثِّهِ عَلَى قِتَالِ نَصْرِ بْنِ شَبَثٍ وَقَدْ كَتَبَ إِلَيْهِ أَبُوهُ مِنْ خُرَاسَانَ بِكِتَابٍ فِيهِ الْأَمْرُ لَهُ بِالْمَعْرُوفِ وَالنَّهْيُ عَنِ الْمُنْكَرِ وَاتِّبَاعُ الْكِتَابِ وَالسُّنَّةِ. وَقَدْ ذَكَرَهُ ابْنُ جَرِيرٍ بِطُولِهِ وَقَدْ تَدَاوَلَهُ النَّاسُ بَيْنَهُمْ وَاسْتَحْسَنُوهُ وَتُهَادَوْهُ بَيْنَهُمْ حَتَّى بَلَغَ أَمْرُهُ إِلَى الْمَأْمُونِ فَأَمَرَ فَقُرِئَ
পৃষ্ঠা - ৮৪৫১
بَيْنَ يَدَيْهِ فَاسْتَجَادَهُ جِدًّا، وَأَمَرَ أَنْ يُكْتَبَ بِهِ نُسَخٌ إِلَى سَائِرِ الْعُمَّالِ فِي الْأَقَالِيمِ. وَحَجَّ بِالنَّاسِ فِي هَذِهِ السَّنَةِ عُبَيْدُ اللَّهِ بْنُ الْحَسَنِ نَائِبُ الْحَرَمَيْنِ. [مَنْ تُوُفِّيَ فِيهَا مِنَ الْأَعْيَانِ] وَفِيهَا تُوُفِّيَ مِنَ الْأَعْيَانِ: إِسْحَاقُ بْنُ بِشْرٍ الْكَاهِلِيُّ أَبُو حُذَيْفَةَ، صَاحِبُ كِتَابِ " " الْمُبْتَدَأِ " ". وَحَجَّاجُ بْنُ مُحَمَّدٍ الْأَعْوَرُ. وَدَاوُدُ بْنُ الْمُحَبَّرِ، الَّذِي وَضَعَ كِتَابَ " " الْعَقْلِ " ". وَشَبَابَةُ بْنُ سَوَّارٍ. وَمُحَاضِرُ بْنُ الْمُوَرِّعِ.
পৃষ্ঠা - ৮৪৫২
وَقُطْرُبٌ صَاحِبُ " " الْمُثَلَّثِ فِي اللُّغَةِ " ". وَوَهْبُ بْنُ جَرِيرٍ. وَيَزِيدُ بْنُ هَارُونَ، شَيْخُ الْإِمَامِ أَحْمَدَ.