ثم دخلت سنة أربع وستين ومائة
পৃষ্ঠা - ৮১৩৯
বিদায়কালে পুত্র হারুনুর রশীদের পেছনে পেছনে যেতে যেতে হারুনুর রশীদ রােমকদে র শহরে
পৌছে যান ৷ সেখানে তিনি রােমকদের একটি শহর পরিদর্শন করেন যার নাম রাখা হয়েছে
আলমাহদীয়া ৷ এরপর তিনি সিরিয়ার ফিরে আসেন এবং বায়তৃল মুকাদ্দাস যিয়ারত করেন ৷
রশীদ বিরাট সৈন্যদল নিয়ে রােমকদের শহরে গমন করেন এবং আল্লাহ তাআলা তাকে বহু
শহরের বিজয় দান করেন ৷ আর মুসলিম সৈন্যগণ প্রচুর পরিমাণ সম্পদ গনীমত হিসেবে লাভ
করেন ৷ এক্ষেত্রে খালিদ ইবন বারমাকের ভুমিকা ছিল চমৎকার যা অন্য কারো ছিল না ৷ মুসলিম
সৈন্যরা সুলায়মান ইবন বারমাকের মাধ্যমে আল-মাহদীর কাছে বিজয়বার্তা প্রেরণ করেন ৷
আল-মাহদী র্তাকে সম্মান করেন এবং প্রচুর অর্থ দান করেন ৷
এ বছরই আল-মাহদী তার চাচা আবদুস সামাদ ইবন আলীকে আল-জাযীরা থেকে বরখাস্ত
করেন এবং যুফার ইবন আসিম আল-হিলালীকে সেখানকার প্রশাসক নিয়োগ করেন ৷ এরপর
তড়াকেও বরখাস্ত করেন এবং তার স্থলে আবদুল্লাহ ইবন সালিহ ইবন আলীকে প্রশাসক নিযুক্ত
করেন ৷ এ বছরই আল-মাহদী তার পুত্র হারুনুর রশীদকে মরক্কো, আযারবায়জান ও আবমেনিয়ার
শাসনকর্তা নিয়োগ করেন এবং তার যোগাযোগের জন্য ইয়াহ্ইয়া ইবন খালিদ বারমাককে দায়িত্ব
অর্পণ করেন ৷ একদল নওয়াবকে বরখাস্ত করেন ও তাদের স্থলে নতুন নওয়াব নিযুক্ত করেন ৷ এ
বছর আলী ইবন মাহদী লোকজনকে নিয়ে হজ্জ আদায় করেন ৷
এ বছর যীরা ইনতিকাল করেন তারা হলেন : ইবরাহীম ইবন তাহমান ; হুরায়য ইবন উছমান
আল-হিমসী আর রাহবী , মুসা ইবন আলী আল-লাখমীআল-মিসরী, শুআয়ব ইবন আবু হামযা ও
ঈসা ইবন আলী ইবন আবদুল্লাহ ইবন আব্বাস তিনি সাফ্ফাহ এর চাচা ৷ আর তার সাথে
কাসরে ঈসা ও বাগদাদের নহরে ঈসা সম্পৃক্ত ৷ ইয়াহইয়া ইবন মুঈন (র) বলেন, তার ছিল একটি
চমৎকার মাযহাব ৷ তিনি শাসক থেকে ভিন্নমত পোষণ করতেন ৷ তিনি আটাত্তর বছর বয়সে এ
বছরই ইনতিকাল করেন ৷ এ বছর আরো যারা ইনতিকাল করেন তারা হলেন : হুমাম ইবন
ইয়াহইয়া, ইয়াহ্ইয়া ইবন আবু আইউব আল-মিসরী ; উবায়দা বিনৃত আবুকিলাব আলআবিদাহ
তিনি চল্লিশ বছর আল্লাহর ভয়ে কাদার কারণে অন্ধ হয়ে গিয়েছিলেন ৷ তিনি বলতেন, আমি মৃত্যু
চাই ৷ কেননা আমি ভয় করছি, হয়ত আমি এমন পাপ করে ফেলব যা কিয়ামতের দিন আমার
ধ্বংসের কারণ হয়ে ৷
১৬৪ হিজরীর আগমন
এ বছর আবদুল কাবীর ইবন আবদুল হড়ামীদ ইবন আবদুর রহমান ইবন যায়দ ইবন খাত্তাব
রোমের শহরগুলোতে যুদ্ধ করেন ৷ প্রায় নব্বই হাজার সৈন্য নিয়ে সেনানায়ক মীখাইল তার
মুকাবিলা করেন ৷ শত্রু সৈন্যের মধ্যে ছিলেন সেনানায়ক তাযায আল-আরমিনী ৷ আই আবদুল
কাবীর তার থেকে কাপুরুষতা প্রকাশ করলেন ৷ ঘুসলমানদেরকে যুদ্ধ করতে নিষেধ করলেন
এবং ফিরে চলে এলেন ৷ তখন মাহদী তাকে হত্যা করতে মনস্থু করেন ৷ তার সম্বন্ধে আলোচনা
অনুষ্ঠিত হল, তাই তাকে মাটির নীচের কারাগারে বন্দী করা হল ৷ ঘুলকাদা মাসের শেষভাগে
বুধবার দিন আল-মাহদী ঈসাবাদে একটি বিরাট প্রাসাদের ভিত্তি স্থাপন করেন ৷ এরপর তিনি হরুজ্জ
গমন করার মনস্থু করেন ৷ তার জ্বর দেখা দিল ৷ তখন তিনি রাস্তা থেকে ফিরে আসেন ৷ ফেরার
সময় লোকজন পিপাসায় কাতর হয়ে পড়ে ৷ এমন কি কেউ কেউ ধ্বংস হয়ে যাবার উপক্রম হয় ৷
৷ল-বিদায়া ওয়ান নিহায়া ( ১ :ম খণ্ড)ন্-৩৩
[ثُمَّ دَخَلَتْ سَنَةُ أَرْبَعٍ وَسِتِّينَ وَمِائَةٍ]
فِيهَا غَزَا عَبْدُ الْكَبِيرِ بْنُ عَبْدِ الْحَمِيدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ زَيْدِ بْنِ الْخَطَّابِ، بِلَادَ الرُّومِ، فَأَقْبَلَ إِلَيْهِ مِيخَائِيلُ الْبِطْرِيقُ فِي نَحْوِ تِسْعِينَ أَلْفًا، فِيهِمْ طَازَاذُ الْأَرْمَنِيُّ الْبِطْرِيقُ، فَفَشَلَ عَنْهُ عَبْدُ الْكَبِيرِ، وَمَنَعَ الْمُسْلِمِينَ مِنَ الْقِتَالِ، وَانْصَرَفَ، فَأَرَادَ الْمَهْدِيُّ ضَرْبَ عُنُقِهِ، فَكُلِّمَ فِيهِ، فَحَبَسَهُ فِي الْمُطْبِقِ. وَفِي يَوْمِ الْأَرْبِعَاءِ فِي أَوَاخِرِ ذِي الْقِعْدَةِ أَسَّسَ الْمَهْدِيُّ قَصْرًا مِنْ لَبِنٍ بِعِيسَابَاذْ، ثُمَّ عَزَمَ عَلَى الذَّهَابِ إِلَى الْحَجِّ، فَقَلَّ الْمَاءُ، وَأَصَابَهُ حُمًّى، فَرَجَعَ مِنْ أَثْنَاءِ الطَّرِيقِ، فَعَطِشَ النَّاسُ فِي الرَّجْعَةِ حَتَّى كَادَ بَعْضُهُمْ يَهْلَكُ، فَغَضِبَ الْمَهْدِيُّ عَلَى يَقْطِينَ صَاحِبِ الْمَصَانِعِ، وَبَعَثَ مِنْ حَيْثُ رَجَعَ صَالِحَ ابْنَ أَبِي جَعْفَرٍ لِيَحُجَّ بِالنَّاسِ، فَحَجَّ بِهِمْ عَامَئِذٍ.
وَفِيهَا تُوُفِّيَ حَمَّادٌ الرَّاوِيَةُ - فِي قَوْلٍ - وَكَانَ مِنْ أَعْلَمِ النَّاسِ بِأَيَّامِ النَّاسِ وَالشِّعْرِ وَالْعَرَبِيَّةِ وَالْأَدَبِ، وَقَدْ كَانَتْ بَنُو أُمَيَّةَ تُعَظِّمُهُ وَتُسْنِي جَائِزَتَهُ، وَقَدْ دَخَلَ عَلَى الْمَنْصُورِ وَالْمَهْدِيِّ. . . . وَشَيْبَانُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ النَّحْوِيُّ.
পৃষ্ঠা - ৮১৪০
وَعَبْدُ الْعَزِيزِ ابْنُ أَبِي سَلَمَةَ الْمَاجِشُونُ، وَمُبَارَكُ بْنُ فَضَالَةَ صَاحِبُ الْحَسَنِ الْبَصْرِيِّ