আল বিদায়া ওয়া আন্নিহায়া

ثم دخلت سنة ست وخمسين ومائة

পৃষ্ঠা - ৮০৫৬


আবু মুহাম্মাদ আল-হ৷ ৷রীরী৩ ঙুন্ ৷র কিত৷ ৷ব দুররাতৃল পাওওয়াস’ (ওে ৷ট্রুহু ! ’;:$) এ উল্লেখ
করেন যে, হিশাম ইবন আবদুল মালিক একদিন ইরাক থেকে তার শাসনকর্তা ইউসুফ ইবন
উমরকে ভাকলেন ৷ যখন তিনি খলীফার কা ছে প্রবেশ করলেন তখন খলীফা শ্বেত মর্মর পাথরের
নির্মিত একটি গোলাকার ঘরে অবস্থান করছিলেন ৷ আর তার কাছে ছিল দুটি অত্যন্ত সুন্দরী
নারী ৷ ভাবে তিনি কিছু কবিতা আবৃত্তি করতে বললেন ৷ তিনি তার সামনে কবিতা আবৃত্তি
করলেন ৷ তখন তিনি বললেন, তোমার প্রয়োজন পেশ কর ৷ তিনি বললেন, হে আমীরুল
ঘু’মিনীন ! যা আগে ছিল তা ই যেন হয় ৷ তিনি বললেন, সেট৷ কী? যে বলল, দু’নারীর
একজনকে আমাকে দিয়ে দিন ৷ খলীফা ৷বললেন, এ দুটো এবং এ দু ’টোর পারে যা কিছু আছে
সবগুলোই তোমাকে দান করলাম ৷ তার কোন একটি ঘরে তাকে সুযোগ করে দিলেন এবং
তাকে এক লাখ দিরহাম প্রদান করলেন ৷ এটা একটি সং ক্ষিপ্ত বিবরণ ৷ স্পষ্টভ৷ ৷বে দেখা যায় যে,
এ খলীফা হলেন আল ওয়ালীদ ইবন ইয়াষীদ ৷ কেননা তিনি উল্লেখ করেছেন যে, তিনি তার৷ প ৷শে
মদ পান করেছেন কিন্তু হিশাম মদ পান করতেন না ৷ আর ইরাকে তার নায়িব ও ইউসুফ ইবন
উমর ছিলেন না ৷৩ তার নায়িব ছিলেন খালিদ ইবন আবদুল্লাহ আল ৷ল-কাসরী ৷ আ র তার পরে ছিলেন
ইউসুফ ইবন উমর ইবন আবদুল আযীয ৷ এ বছরই হ ম্মাদ যা ৷ট বছর বয়সে ইনতিকা ৷ল করেন ৷
ইবন খাল্লিকান বলেন, কেউ কেউ বলেন তিনি ৫৮ বছর বয়সে মাহদীর খিলাফতের প্রাথমিক
যুগ পেয়েছিলেন ৷ আল্লাহ অধিক পরিজ্ঞাত ৷

এ বছরই হাম্মাদ আজরাদকে তার ধর্মদ্রে৷ হিত৷ ৷র কা ৷রণে হত্যা করা হয় ৷ সে হল হ ৷ম্মাদ ইবন
উমর ইবন ইউসুফ ইবন কুলায়র আল-কুফী৩ ৷ত ৷কে ওয়াসিভীও বলা হয় ৷ সে হল বনু আমাদের
আযাদকৃত দাস ৷ সে ছিল কাফির, ইসলামের উপর অপবাদ প্রদ৷ নক৷ ৷রী, চতুর ও কৌতুকপ্রিয়
করি ৷ সে দুটো শাসনকাল পেয়েছিল ৷ একটি হল বনু উমাইয়ার, দ্বিতীয়টি হল বনু আব্বাসের ৷
তবে সে বনু আব্বাসের সময় পরিচিতি লাভ করে ৷ তার ও বাশৃশার ইবন বুরদের মধ্যে ছিল বহু
নিন্দাবাদের ঘটনা ৷ এ বাশৃশারকেও ধর্মদ্রোহিতার কারণে হত্যা করা হয় ৷ পরবর্তীতে এ সম্বন্ধে
বর্ণনা করা হবে ৷ বাশৃশারকে ধর্মাদ্রাহী হাম্মাদের সাথে তারই কবরে দাফন করা হয় ৷ কেউ কেউ
বলেন, হাম্মাদ, আজরাদ একশ আটান্ন হিজরীতে মৃত্যুমুখে পতিত হয় ৷ আবার কেউ কেউ বলেন,
একশ একষট্টি হিজরীতে সে মারা যায় ৷ আল্লাহ্ সম্যক অবগত ৷

১৫৬ হিজরীর প্রারম্ভ

এ বছর মানসুরের নায়িব আল-হায়ছাম ইবন ম্আবিয়৷ বসরায় জয়লাভ করেন ৷ তিনি আমর
ইবন শ৷ ৷দ্দাদকে হত্যা করেন, তিনি ছিলেন পারস্যের শা সক ইব্রাহীম ইবন মুহাম্ম৷ দের কর্মচা রী ৷
কথিত আছে যে, আল-হায়ছামের আদেশের পরিপ্রেক্ষিতে আমর ইবন শাদ্দাদের দু হাত ও দৃ’ পা

কাটা হয়,৩ তার শিরচ্ছেদ করা হয় ও পরে তাকে শুলে চডানাে হয় ৷ এ বছরই মানসুর এরুপ
হত্যাকাণ্ডের নায়ক আল-হায়ছামকে বসরা থেকে অপসা ৷রিত করেন এবং তথাকার কাযী শিওয়ার
ইবন আবদুল্লাহ্কে শাসক নিযুক্ত করেন ৷ সুতরাং বিচার বিভাগ ও সালাত উভয়ের দায়িতৃ তার
মধ্যে একত্র হয় ৷ পুলিশ বিভা পও অন্যান্য দায়িত্বে ছিলেন সাঈদ ইবন দালাজ ৷ আমর ইবন
শাদ্দাদের হত্যাকারী আল-হায়ছাম ইবন মুআ ৷বিয়৷ রাপদাদে ফিরে আসেন ৷ এ বছর তিনি হঠাৎ


[ثُمَّ دَخَلَتْ سَنَةُ سِتٍّ وَخَمْسِينَ وَمِائَةٍ] فِيهَا ظَفِرَ الْهَيْثَمُ بْنُ مُعَاوِيَةَ نَائِبُ الْمَنْصُورِ بِعَمْرِو بْنِ شَدَّادٍ الَّذِي كَانَ عَامِلًا لِإِبْرَاهِيمَ بْنِ عَبْدِ اللَّهِ عَلَى فَارِسَ، فَقُتِلَ بِالْبَصْرَةِ; قُطِعَتْ يَدَاهُ وَرِجْلَاهُ، وَضُرِبَتْ عُنُقُهُ، ثُمَّ صُلِبَ. وَفِيهَا عَزَلَ الْمَنْصُورُ الْهَيْثَمَ بْنَ مُعَاوِيَةَ عَنِ الْبَصْرَةِ، وَوَلَّى عَلَيْهَا قَاضِيَهَا سَوَّارَ بْنَ عَبْدِ اللَّهِ، فَجَمَعَ لَهُ بَيْنَ الْقَضَاءِ وَالصَّلَاةِ، وَجَعَلَ عَلَى شُرْطَتِهَا وَأَحْدَاثِهَا سَعِيدَ بْنَ دَعْلَجٍ، وَرَجَعَ الْهَيْثَمُ بْنُ مُعَاوِيَةَ إِلَى بَغْدَادَ، فَمَاتَ فِيهَا فَجْأَةً فِي هَذِهِ السَّنَةِ، وَهُوَ عَلَى بَطْنِ جَارِيَةٍ لَهُ، فَصَلَّى عَلَيْهِ الْمَنْصُورُ، وَدُفِنَ فِي مَقَابِرِ بَنِي هَاشِمٍ. وَحَجَّ بِالنَّاسِ فِي هَذِهِ السَّنَةِ الْعَبَّاسُ بْنُ مُحَمَّدٍ أَخُو أَمِيرِ الْمُؤْمِنِينَ. وَنُوَّابُ الْبِلَادِ هُمُ الْمَذْكُورُونَ فِي الَّتِي قَبْلَهَا. وَعَلَى فَارِسَ وَالْأَهْوَازِ وَكُوَرِ دِجْلَةَ عُمَارَةُ بْنُ حَمْزَةَ، وَعَلَى كَرْمَانَ وَالسِّنْدِ هِشَامُ بْنُ عَمْرٍو. وَفِيهَا تُوُفِّيَ حَمْزَةُ الزَّيَّاتُ فِي قَوْلٍ، وَهُوَ أَحَدُ الْقُرَّاءِ الْمَشْهُورِينَ وَالْعُبَّادِ
পৃষ্ঠা - ৮০৫৭
الْمَذْكُورِينَ، وَإِلَيْهِ تُنْسَبُ الْمُدُودُ الطَّوِيلَةُ فِي الْقِرَاءَةِ، وَقَدْ تَكَلَّمَ فِيهِ بِسَبَبِهَا بَعْضُ الْأَئِمَّةِ. وَسَعِيدُ بْنُ أَبِي عَرُوبَةَ، وَهُوَ أَوَّلُ مَنْ جَمَعَ السُّنَنَ، فِي قَوْلٍ، وَعَبْدُ اللَّهِ بْنُ شَوْذَبٍ، وَعَبْدُ الرَّحْمَنِ بْنُ زِيَادِ بْنِ أَنْعُمٍ الْإِفْرِيقِيُّ، وَعُمَرُ بْنُ ذَرٍّ.