ثم دخلت سنة ثنتين وخمسين ومائة
পৃষ্ঠা - ৮০৪১
এ বছর মাহদী ইবন৷ মা নসুর খুরাসা ন থেকে নিজের পিতার কাছে আগমন করেন ৷ তখন তীর
পি৩ ৷, আমীরপণ ও পণ্যমান্য ব্যক্তিবর্গ এগিয়ে র ৷স্তায় গিয়ে তার সাথে সাক্ষাৎ করেন ৷ এরপর
বিভিন্নশ্ ৷হরের প্রশ ৷সকগণ এবং সিরিয়া ও অন্যান্য জায়গায় শাসনকর্তাগণ তাকে সালাম করার
জন্য সামনে এগিয়ে আসেন ৷৩ তার নিরাপত্তা ও বিজয়ের জন্য তাকে তারা ধন্যবাদ জ্ঞাপন করেন
ণ্ এবং তার কাছে বিভিন্ন ধরনের হ দিয়া ও তােহফা পেশ করেন যার সংখ্যা ও বিবরণ পেশ করা
রীতিমত একটি দুরুহ ব্যাপার ৷
ত্মার-রুসাফার নির্মাণ
ইবন জারীর বলেন, এ বছরই খুরাসান থেকে মানসুরের পুত্র মাহদী প্রত্যাবর্তন করার পর
মাহদীর জন্য মানসুর আর-রুসাফার নির্মাণ কাজ শুরু করেন ৷ আর এটা বাপদাদের পুর্বাৎশে
অবস্থিত ৷ এটার জন্য সুরক্ষিত প্রাচীর ও পরিখ৷ নির্মাণ করা হয় ৷ তার কাছে বাগান ও আঙ্গিনা
তৈরি করা হয় ৷ আর তাতে পানি সরবরাহের ব্যবস্থা করা হয় ৷
ইবন জারীর আরো বলেন; এ বছরই মানসুর নিজের জন্য জনগণের বায়আত নবায়ন করেন ৷
তারপরে তার পুত্র এবং তাদের পরে ঈসা ইবন মুসার বায়আত নবায়ন করেন ৷ এরপর রাজ্যের
আমীরগণ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ আগমন করেন ও বায়আত গ্রহণ করেন ৷ তারা মানসুর ও তার
পুত্রের হাত চুম্বন করেন এবং ঈসা ইবন মুসার হাত স্পর্শ করেন কিভু চুম্বন করলেন না ৷ আল্লামা
ওয়াকিদী (র) বলেন, মানসুর মাআন ইবন যাইদাকেন্সিজ্যিানের শাসনকর্তা নিযুক্ত করেন ৷
এ বছর মক্কা ও তাইফের নায়িব মুহাম্মাদ ইবন ইবরাহীম ইবন মুহাম্মাদ ইবন আলী লোকজন
কে নিয়ে হজ্জব্রত পালন করেন ৷ এবছরের কর্মরত বিভিন্ন নায়িবের বর্ণনা নিম্নরুপ : মদীনায়
হাসান ইবন য়ড়ায়দ, কুফায় মুহাম্মাদ ইবন সুলায়মান, বসরার জাবির ইবন যায়দ কিলাবী, মিসরে
ইয়াযীদ ইবন হাতিম, খুরাসানে হুমায়দ ইবন কাহতাবা এবং সিজ্বিস্তানে মাআন ইবন যাইদা ৷ আর
এ বছর আবদুল ওয়াহাব ইবন ইবরাহীম ইবন মুহাম্মাদ গ্রীষ্মকালীন যুদ্ধে অংশ গ্রহণ করেন ৷
এ বছর য়ার৷ ইনতিকাল করেন তাদের মধ্যে প্রসিদ্ধ হলেন, হানযালা ইবন আবু সুফিয়ান,
আবদুল্লাহ ইবন আউন এবং সীরাতে নববীর লেখক মুহাম্মাদ ইবন ইসহাক ইবন ইয়াসার ৷ তার এ
সৎকলনটি দিক নির্দেশনামুলক জ্ঞানের আধার এবং আলোকৰ্তিকািময় গৌরব ৷ দুনিয়ার সব মানুষ
এক্ষেত্রে তারই পরিবারের সদস্য যেমন ইমাম শাফিঈ (র) ও অন্যান্য ইমাম মন্তব্য করেন ৷
১৫২ হিজরীর প্রারম্ভ
এ বছর মানসুর মিসরের শাসনকর্তা ইয়াযীদ ইবন হাতিমকে বরখাস্ত করেন এবং তার স্থলে
মুহাম্মাদ ইবন সাঈদকে নিয়োগ প্রদান করেন ৷ আফ্রিকা ৷র নায়িবের কাছে লোক প্রেরণ করেন ৷
কেননা, তার কাছে সংবাদ পৌছে যে, সে বিদ্রোহ করেছে এবং বিরোধিতা করেছে ৷৩ তাই যখন
তাকে মানসুরের কাছে উপস্থিত করা হল তখন তার গর্দান উড়িয়ে দেয়ার হুকুম দেয়া হল ৷
মানসুর বসরা থেকে জাবির ইবন যায়দ আল-কিলাবীকে বরখাস্ত করেন এবং ইয়াযীদ ইবন
মানসুরকে সেখানে শাসনকর্তা নিযুক্ত করেন ৷ এ বছরই খারিজীরা সিজিস্তানে মাআন ইবন
যাইদাকে হত্যা করে ৷ আর এ বছরই উব্বাদ ইবন মানসুর এবং ইউনুস ইবন ইয়াযীদ আয়লী
ইনতিকাল করেন ৷
[ثُمَّ دَخَلَتْ سَنَةُ ثِنْتَيْنِ وَخَمْسِينَ وَمِائَةٍ]
فِيهَا عَزَلَ الْمَنْصُورُ عَنْ إِمْرَةِ مِصْرَ يَزِيدَ بْنَ حَاتِمٍ، وَوَلَّاهَا مُحَمَّدَ بْنَ سَعِيدٍ، وَبَعَثَ إِلَى نَائِبِ إِفْرِيقِيَّةَ، وَكَانَ قَدْ بَلَغَهُ أَنَّهُ عَصَى وَخَالَفَ، فَلَمَّا جِيءَ بِهِ أَمَرَ بِضَرْبِ عُنُقِهِ. وَعَزَلَ عَنِ الْبَصْرَةِ جَابِرَ بْنَ تَوْبَةَ الْكِلَابِيَّ، وَوَلَّاهَا يَزِيدَ بْنَ مَنْصُورٍ.
وَفِيهَا قَتَلَتِ الْخَوَارِجُ مَعْنَ بْنَ زَائِدَةَ بِسِجِسْتَانَ.
وَفِيهَا تُوُفِّيَ عَبَّادُ بْنُ مَنْصُورٍ، وَيُونُسُ بْنُ يَزِيدَ الْأَيْلِيُّ.