ثم دخلت سنة أربعين ومائة
পৃষ্ঠা - ৭৯৫০
এছাড়া এবছর খলীফ৷ মানসুর মাসজিদুল হারাম-এর সম্প্রসারণ ঘটান ৷ আর এবছরটি ছিল
অত্যন্ত উর্বর ও ফল-ফসলে সমৃদ্ধ ৷ তাই একে উর্বর বছর’ বলা হত ৷ বর্ণিত আছে, এটা ছিল
আসলে একশ চল্লিশ হিজরীতে ৷ এই একশ উনচল্লিশ হিজরীতে খলীফ৷ মানসুর তার চাচা
সুলায়মানকে বসরার গভর্নর পদ থেকে অপসারণ করেন ৷ এ সময় আবদুল্লাহ ইবন আলী এবং
তার সঙ্গীরা প্রাণভয়ে আত্মগােপন করেন ৷ তখন মানসুর তার বসরার গভর্নর সুফিয়ান ইবন
মুআবিয়ার কাছে দুত প্রেরণ করেন আবদুল্লাহ ইবন আলীকেত তার সামনে উপস্থিত কর র নির্দেশ
প্রদান করে ৷ এরপর তিনি তাকে তার সহযােদ্ধাদের সাথে আবদুল্লাহ ইবন আলী ওত তার সঙ্গীদের
বিরুদ্ধে প্রেরণ করেন ৷ তখন সুফিয়ান তাদের একাৎশকে হত্যা করেন এবং তার চাচা আবদুল্লাহ
ইবন আ ৷লীকে বন্দী করেন ৷ আর তার অবশিষ্ট সঙ্গীদের তিনি খুরাস৷ নের গভর্নর আবু দা ৷উদের
কাছে প্রেরণ করেন ৷ তিনি সেখানে তাদেরকে হত্যা করেন ৷
এবছর হজ্জ পরিচালনা করেন আব্বাস ইবন মুহাম্মাদ ইবন আলী ইবন আবদুল্লাহ ইবন
আব্বাস ৷ এছাড়া আমর ইবন মুজাহিদ, ইয়াযীদ ইবন আবদুল্লাহ ইবন হাদী এবং বিশিষ্ট আবিদ ও
হাসান বসয়ী (র) এর সহচর শিষ্য ইউনুস ইবন উবায়দ প্রমুখ ব্যক্তিগণ এবছর ইনতিকাল
করেন ৷
১ : : হিজরীর সুচনা
এবছর সেনাবাহিনীর একটি দল খুরাস৷ নের গভর্নর আলী আবু দা ৷উদের বিরুদ্ধে বিদ্রোহ করে
এবং৩ তার বাসগৃহ অবরোধ করে ৷ এসময় তিনি উপর থেকেতাদের প্রতি উকি দিয়ে তার
সৈন্যদের সাহায্য প্রার্থনা করতে থাকেন যাতে তারা এসে তাকে উদ্ধার করে ৷ এ অবস্থায়৩ তিনি
ছাদের দেওয়ালের একটি পাকা ইটে হেলান দিলে তা ভেঙ্গে যায় ফলে তিনি নীচে পতিত হন এবং
মেরুদণ্ড ভেঙ্গে মৃত্যুমুখে পতিত হন ৷ ৩ খন তাৎক্ষণিভ৷ ৷রে পুলিশ ৷প্ৰধান আসিম খুরাসান
গভর্নররুপে তার স্থলা৩ ৷ভিষিক্ত হন ৷ অবশেষে খলীফ৷ ৷র নিযুক্ত গভর্নর আগমন করে দায়িত্ব গ্রহণ
করেন ৷ তিনি হলেন, আবদুল জব্বার ইবন আবদুর রহমান আল-আযদী ৷ তিনি এসে থুরাসান
অঞ্চলের দা ৷য়িতৃ গ্রহণ করেন এবং একদল আমীরকে হত্যা করেন ৷ কেননা তাদের সম্পর্কে তা
কাছে একথা পৌছেছিল যেতার৷ আলী ইবন আবু ত ৷লিব পরিব৷ ৷রের খিল৷ ৷ফব্ত তের সমর্থক ৷ এছাড়
তিনি অন্যদের বন্দী করেন এবং আবু দ ৷উদের কর উসুলক৷ রী না ৷য়িবদেরকে পাকড়াও করেন ৷
আর এবছর খলীফ৷ মানসুর নিজেই হজ্জ পরিচালনা করেন তিনি হিরা’ অঞ্চল থেকে ইহ্রাম
বীধেন এবং হজ্জ সমাপন করে মদীনায় ফিরে আসেন ৷ এরপর তিনি বায়তুল মাকদিস যিয়ারত
করেন এবং সেখান থেকে শামের রক্কা’ শহর অভিমুখে অগ্রসর হন তারপর হাশিমিয়৷ অভিমুখে ৷
আর এসময় বিভিন্ন অঞ্চলের প্রশাসক তারাই ছিলেন যাদের আলোচনা পুর্ববর্তী সালে বিগত
হয়েছে ৷ শুধুমাত্র খুরাসানের শাসক এর ব্যতিক্রম ৷ কেননা, সেখানকার গভর্নর আবু দাউদ
মৃত্যুবরণ করেন ৷ তখন আবদুল জব্বার আল ৷ল-আযদী তার স্থুলবর্তী হন ৷ এবছরই দ৷ ৷উদ ইবন
আবু হিনদ , আবু হ৷ ৷যিম সালাম৷ ইবন দীন৷ ৷র, সুহায়ল ইবন আবু সালিহ এবং উম৷ রা ইবন গাযিয়্যা
ইবন কায়স আস-সাকুনী মুত্যুমুখে পতিত হন ৷
[ثُمَّ دَخَلَتْ سَنَةُ أَرْبَعِينَ وَمِائَةٍ]
فِيهَا ثَارَ جَمَاعَةٌ مِنَ الْجُنْدِ عَلَى أَبِي دَاوُدَ نَائِبِ خُرَاسَانَ، وَحَاصَرُوا دَارَهُ، فَأَشْرَفَ عَلَيْهِمْ، وَجَعَلَ يَسْتَغِيثُ بِجُنْدِهِ لِيَحْضُرُوا إِلَيْهِ، وَاتَّكَأَ عَلَى آجُرَّةٍ فِي الْحَائِطِ، فَانْكَسَرَتْ بِهِ، فَسَقَطَ فَانْكَسَرَ ظَهْرُهُ، فَمَاتَ رَحِمَهُ اللَّهُ، فَخَلَفَهُ عَلَى خُرَاسَانَ عِصَامٌ صَاحِبُ الشُّرْطَةِ، حَتَّى قِدَمَ الْأَمِيرُ عَلَيْهَا مِنْ جِهَةِ الْخَلِيفَةِ، وَهُوَ عَبْدُ الْجَبَّارِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الْأَزْدِيُّ، فَتَسَلَّمَ بِلَادَ خُرَاسَانَ، وَقَتَلَ جَمَاعَةً مِنَ الْأُمَرَاءِ بِهَا; لِأَنَّهُ بَلَغَهُ عَنْهُمْ أَنَّهُمْ يَدْعُونَ إِلَى خِلَافَةِ آلِ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ، وَحَبَسَ آخَرِينَ، وَأَخَذَ نُوَّابَ أَبِي دَاوُدَ بِجِبَايَةِ الْأَمْوَالِ الْمُنْكَسِرَةِ عِنْدَهُمْ.
وَفِيهَا حَجَّ بِالنَّاسِ الْخَلِيفَةُ أَبُو جَعْفَرٍ الْمَنْصُورُ; أَحْرَمَ فِي الْحِيرَةِ، وَرَجَعَ بَعْدَ انْقِضَاءِ الْحَجِّ إِلَى الْمَدِينَةِ، ثُمَّ رَحَلَ إِلَى بَيْتِ الْمَقْدِسِ فَزَارَهُ وَصَلَّى فِيهِ، ثُمَّ سَلَكَ الشَّامَ إِلَى الرَّقَّةِ، ثُمَّ سَارَ إِلَى الْهَاشِمِيَّةِ; هَاشِمِيَّةِ الْكُوفَةِ.
وَنُوَّابُ الْأَقَالِيمِ هُمُ الْمَذْكُورُونَ فِي الَّتِي قَبْلَهَا، سِوَى خُرَاسَانَ، فَإِنَّهُ مَاتَ نَائِبُهَا أَبُو دَاوُدَ، فَخَلَفَهُ مَكَانَهُ عَبْدُ الْجَبَّارِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الْأَزْدِيُّ.
وَفِيهَا تُوُفِّيَ دَاوُدُ ابْنُ أَبِي هِنْدَ، وَأَبُو حَازِمٍ سَلَمَةُ بْنُ دِينَارٍ، وَسُهَيْلُ بْنُ
পৃষ্ঠা - ৭৯৫১
أَبِي صَالِحٍ، وَعُمَارَةُ بْنُ غَزِيَّةَ، وَعَمْرُو بْنُ قَيْسٍ السَّكُونِيُّ. وَاللَّهُ أَعْلَمُ.