سنة إحدى عشرة من الهجرة
فصل: إيراد ما بقي علينا من متعلقات السيرة الشريفة
معجزات لرسول الله صلى الله عليه وسلم مماثلة لمعجزات جماعة من الأنبياء قبله
ما أوتي هود عليه السلام
القول فيما أوتي صالح عليه السلام
পৃষ্ঠা - ৫১৫৭
“এটা কোন কবির রচনা নয়; তোমরা অল্পই বিশ্বাস কয় ৷ এটা কোন গণকের কথাও নয়;
তোমরা অল্পই অনুধাবন ব্ব ৷ এটা ৰিশ্বজাহানেরন্ প্রতিপানকের নিকট থেকে অবতীর্ণ (৬৯
হাক্কা০ ং : ১ ,৪৩) ৷
“কাফিররা যখন কুরআন শুনে তখন তারা যেন তাদের র্তীক্ষ্ণ দৃষ্টি দ্বারা তোমাকে আহুড়িয়ে
ফেলে দেবে এবং ৰাল, এতো এক পাগল (৬৮ কলম : ৫১) ৷
আল্লাহ্ বলেন ং : ৰু,:া৷ব্াৰু৷ ,ও;৷ ১৷ ৷ ,; ৷ , এতো বিশ্ব জগতের জন্যে উপদেশ মাত্র”
(৬৮ কলমং ৫২) ৷
আল্লাহ্ বলেন০ ং
শ্
০
“নুন-শপথ কলমের এবং ওরা যা লিপিবদ্ধ করে তার, তোমার প্রতিপালকের অনুগ্নহে তুমি
উষ্মাদ নও ৷ তোমার জন্য অবশ্যই রয়েছে নিরৰিস্থিন্ন পুরষ্কার ৷ তুমি অবশ্যই মহান চরিত্রে
অধিষ্ঠিত” (৬৮ কলমঙ্ক ১-৪ ) ৷
আল্লাহ্ বলেন০ ং
;;; ৷
“আমি তো আমিই, তারা বলে, তাকে, শিক্ষা দেয় এক মানুষ ৷ ওরা যার প্রতি এটা
আরোপ করে তার জন্ম তো আরবী নয়; কিন্তু এ ৰুহ্বআংনর ভাষা তো স্পষ্ট আরবী ভাষা (১৫
নাহ্ল : ১০৩) ৷
হযরত হ্দ (না) এর মুসিংড়া প্রসঙ্গে
এ প্রসঙ্গে আবু নুআয়ম বলেছেন, আল্লাহ্ হযরত হুদ (আ)-এর জাতিকে উষ্ণ বায়ু দ্বারা
ধ্বংস করেন, যা ছিল আল্লাহ্র ক্রোধের ফলশ্রুতি ৷ পক্ষাস্তুরে ধ্ন্দক যুদ্ধে হযরত মুহাম্মদ
(সা) কে আল্লাহ্ পুবালী হাওয়া দিয়ে সাহায্য করেছিলেন ৷ আল্পাহ্ ইরশাদ করেনং
শ্
“হে মু’মিনগণ! তোমরা তোমাদের প্রতি আল্লাহ্র অনুপ্রহের কথা স্মরণ কর, যখন শত্রু
বাহিনী তোমাদের বিরুদ্ধে সমাপ্ত হয়েছিল এবং আমি তাদের বিরুদ্ধে প্রেরণ করেছিণাম
ঝঞাষায়ু এবং এক বাহিনী যা তোমরা দেখনি ৷ তোমরা যা কর আন্নাহ্ তার সম্যক দ্রষ্টা”
(৩৩ আহযাব : ৯) ৷
— ৫ :
[مَا أُوتِيَ هُودٌ عَلَيْهِ السَّلَامُ]
الْقَوْلُ فِيمَا أُوتِيَ هُودٌ، عَلَيْهِ السَّلَامُ.
قَالَ أَبُو نُعَيْمٍ مَا مَعْنَاهُ: إِنَّ اللَّهَ تَعَالَى أَهْلَكَ قَوْمَهُ بِالرِّيحِ الْعَقِيمِ، وَقَدْ كَانَتْ رِيحَ غَضَبٍ، وَنَصَرَ اللَّهُ تَعَالَى مُحَمَّدًا صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالصَّبَا يَوْمَ الْأَحْزَابِ، كَمَا قَالَ تَعَالَى: " {يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ جَاءَتْكُمْ جُنُودٌ فَأَرْسَلْنَا عَلَيْهِمْ رِيحًا وَجُنُودًا لَمْ تَرَوْهَا وَكَانَ اللَّهُ بِمَا تَعْمَلُونَ بَصِيرًا "} [الأحزاب: 9] .
ثُمَّ قَالَ: حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ إِسْحَاقَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ خُزَيْمَةَ (ح) وَحَدَّثَنَا عُثْمَانُ بْنُ مُحَمَّدٍ الْعُثْمَانِيُّ، أَنَا زَكَرِيَّا بْنُ يَحْيَى السَّاجِيُّ، قَالَا: حَدَّثَنَا أَبُو سَعِيدٍ الْأَشَجُّ، حَدَّثَنَا حَفْصُ بْنُ غِيَاثٍ، عَنْ دَاوُدَ بْنِ أَبِي هِنْدَ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: لَمَّا كَانَ يَوْمُ الْأَحْزَابِ انْطَلَقَتِ الْجَنُوبُ إِلَى الشَّمَالِ فَقَالَتِ: انْطَلِقِي بِنَا نَنْصُرْ مُحَمَّدًا رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ. فَقَالَتِ الشَّمَالُ لِلْجَنُوبِ: إِنَّ الْحُرَّةَ لَا تَسْرِي بِاللَّيْلِ. فَأَرْسَلَ اللَّهُ عَلَيْهِمُ الصَّبَا، فَذَلِكَ قَوْلُهُ: {" فَأَرْسَلْنَا عَلَيْهِمْ رِيحًا وَجُنُودًا لَمْ تَرَوْهَا} [الأحزاب: 9] " وَيَشْهَدُ لَهُ الْحَدِيثُ الْمُتَقَدِّمُ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّهُ قَالَ: " «نُصِرْتُ بِالصَّبَا، وَأُهْلِكَتْ عَادٌ بِالدَّبُورِ» . " وَسَيَأْتِي التَّنْبِيهُ عَلَى ذَلِكَ فِي مُعْجِزَةِ سُلَيْمَانَ بِتَسْخِيرِ الرِّيحِ لَهُ.
[الْقَوْلُ فِيمَا أُوتِيَ صَالِحٌ عَلَيْهِ السَّلَامُ]
قَالَ أَبُو نُعَيْمٍ: فَإِنْ قِيلَ: فَقَدْ أَخْرَجَ اللَّهُ لِصَالِحٍ نَاقَةً مِنَ الصَّخْرَةِ