سنة عشر من الهجرة النبوية
حجة الوداع في سنة عشر
صفة حلقه رأسه الكريم عليه من ربه أفضل الصلاة والتسليم
পৃষ্ঠা - ৪০৭৬
ইমাম আহমদ (র) বলেন, আহ্মদ ইবনুল হাজ্জাজ (র) ইবন আব্বাস (বা) হতে, তিনি
বলেন, রাসুলুল্লাহ (সা) জামরাতুল আকাবায় কংকর মারার পরে কুরবানী করলেন এবং তারপর
মাথা কামালেন ৷
ওদিকে ইবন হাযম (র) দাবী করেছেন যে, নবী করীম (সা) তার বিবিগণের পক্ষে একটি
গরু কুরবানী করেছিলেন মিনায় তিনি একটি গরু কুরবানী জন্য নিয়ে এসেছিলেন ৷ আর তিনি
নিজে দুটি সৃশ্ৰী ও হৃষ্টপৃষ্ট দুম্বা কুরবানী করেছিলেন ৷
নবী কধীম (সা) এর সুবারক মাথা মুণ্ডনের বিবরণ
ইমাম আহমদ (র) বলেন, আবদুর রাযযাক (র) ইবন উমর (বা) হতে এ মর্মে যে, বর্ণনা
করেন রাসুলুল্পাহ (সা) তার হরুজ্জ মাথা মুণ্ডন করেন ৷ নাসাঈ (র)-ও এ হাদীস রিওয়ায়াত
করেছেন ৷ বুখারী (র) বলেন, আবুল য়ামান (র) আবদুল্লাহ ইবন উমর (রা) বলতেন, রাসুলুল্লাহ
(সা) তার হভ্রুজ্জর সময় মাথা মুণ্ডন করেছিলেন ৷” মুসলিম (র)-এ হাদীসটি রিওয়ায়াত
করেছেন ৷ বুখাবী (র) আরো বলেন, আবদুল্লাহ ইবন মুহাম্মদ ইবন আসমা (র) নাফি (র) হতে
এ মর্মে যে, আবদুল্লাহ ইবন উমর (রা) বলেছেন, রাসুলুল্লাহ (সা) এবং তার সাহাবীগণের একটি
দল মাথা ঘুণ্ডালেন এবং অন্য কতকে চুল ছাটিয়ে ফেললেন ৷ মুসলিম (র)-ও এ হাদীসটি
রিওয়ায়াত করেছেন ৷ এতে তিনি অধিক বলেছেন, আবদুল্লাহ (বা) বলেছেন, রাসুলুল্লাহ (সা)
বললেন, ঞএশু১এ’ ম্যা ণ্১;,ষ্ “আল্লাহ (মাথা) মুণ্ডনকারীদের রহম করুন ৷ (একবার কিৎবা
দুবার) ভীরা (সাহাবীগণ) বললেন, ইয়া রড়াসুলুল্পাহ! “আর চুল যারা ছাটাই করেন তাদেরও ? ৷
তিনি বললেন ৷ )প্লু)এব্লুণ্ণ্শ্ব; “আর চুল যারা ছটিাই করে তাদেরও (রহম করুন) ! “মুসলিম (র)
আরো বলেন, আবু বকর ইবন আবু শায়বা (র) ওর্কী ও আবু দাউদ তায়ালিসী)ইয়াহয়া
ইবনুল হুসায়ন (র)-এর দাসী সুত্রে বনর্না করেছেন, বিদায় হরুজ্জ রাসুলুল্লাহ (না)-কে মাথা
মুণ্ডনকারীদের জন্য তিনবার এবং চুল ছাটাই কারীদের জন্য এক বার দুআ করতে শুনেছেন ৷
তবে রাবী ওকী (র) বিদায় হব্লুজ্জ’ শব্দটি বলেন নি ৷ অনুরুপ, মুসলিম (র) এ হাদীসটি মালিক
ও আবদুল্লাহ (উবায়দুল্লাহ) (র) সুত্রে ইবন উমর হতে; ভিন্ন সনদে আবু হুরায়রা (বা) হতে
রিওয়ায়াত করেছেন ৷ ন্
মুসলিম (র) বলেন, ইয়াহ্ইয়া ইবন ইয়হ্ইয়া (র) আবাস (বা) হতে এ মর্মে বর্ণনা করেন
যে, রাসুলুল্লাহ (সা) মিনায় আগমন করে জামরড়ার কাছে পৌছলেন এবং ৎকর মারার পরে
মিনার অবস্থান ক্ষেত্রে ফিরে এলেন এবং কুরবানী করলেন ৷ তারপর ফৌরকারকে কামাও
“বলে মাথার ডান দিকে ইংগিত করলেন, তারপর বাম দিকে ইংগিত করলেন ৷ তারপর কর্তিত
চুল লোকদের দিয়ে দিতে লাগলেন ৷ একটি রিওয়ায়াত রয়েছে যে, তিনি তার মাথার ডান
দিক কামিয়ে তার কেশ এক পাছি দুপাছি করে লোকদের মাঝে বন্টন করে দিলেন এবং বাম
দিকের চুল আবু তালহা (রা) কে দিয়ে দিলেন ৷ তার অন্য একটি রিওয়ায়াত রয়েছে যে, নবী
করীম (সা) ডান দিকের অংশ আবু তালহা (বা) কে দিয়েছিলেন, এবং বাম দিকের অংশও
তাকে দিয়ে তা জনতার মাঝে বিতরণ করে দিতে বললেন ৷ ইমাম আহ্মদ (র) আরো বলেন,
সুলায়মড়ান ইবন হড়ারব (র) আনন্দে (বা) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি
[صِفَةُ حَلْقِهِ رَأْسَهُ الْكَرِيمَ عَلَيْهِ مِنْ رَبِّهِ أَفْضَلُ الصَّلَاةِ وَالتَّسْلِيمِ]
قَالَ الْإِمَامُ أَحْمَدُ، ثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَنْبَأَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَالِمٍ، عَنِ ابْنِ عُمَرَ، «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَلَقَ فِي حَجَّتِهِ.» وَرَوَاهُ النَّسَائِيُّ، عَنْ إِسْحَاقَ بْنِ إِبْرَاهِيمَ - هُوَ ابْنُ رَاهَوَيْهِ - عَنْ عَبْدِ الرَّزَّاقِ بِهِ.
وَقَالَ الْبُخَارِيُّ: ثَنَا أَبُو الْيَمَانِ، ثَنَا شُعَيْبٌ، قَالَ: قَالَ نَافِعٌ: «كَانَ عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ يَقُولُ: حَلَقَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي حَجَّتِهِ.» وَرَوَاهُ مُسْلِمٌ مِنْ حَدِيثِ مُوسَى بْنِ عُقْبَةَ عَنْ نَافِعٍ بِهِ.
وَقَالَ الْبُخَارِيُّ: ثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ أَسْمَاءَ، ثَنَا جُوَيْرِيَةُ بْنُ أَسْمَاءَ، عَنْ نَافِعٍ، «أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ قَالَ: حَلَقَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَطَائِفَةٌ مِنْ أَصْحَابِهِ، وَقَصَّرَ بَعْضُهُمْ.»
পৃষ্ঠা - ৪০৭৭
وَرَوَاهُ مُسْلِمٌ مِنْ حَدِيثِ اللَّيْثِ، عَنْ نَافِعٍ بِهِ. وَزَادَ: قَالَ عَبْدُ اللَّهِ: «قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: " يَرْحَمُ اللَّهُ الْمُحَلِّقِينَ ". مَرَّةً أَوْ مَرَّتَيْنِ. قَالُوا: وَالْمُقَصِّرِينَ يَا رَسُولَ اللَّهِ. قَالَ: " وَالْمُقَصِّرِينَ»
وَقَالَ مُسْلِمٌ: ثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، ثَنَا وَكِيعٌ وَأَبُو دَاوُدَ الطَّيَالِسِيُّ، عَنْ شُعْبَةَ، عَنْ يَحْيَى بْنِ الْحُصَيْنِ، عَنْ جَدَّتِهِ، «أَنَّهَا سَمِعَتْ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي حَجَّةِ الْوَدَاعِ دَعَا لِلْمُحَلِّقِينَ ثَلَاثًا وَلِلْمُقَصِّرِينَ مَرَّةً. وَلَمْ يَقُلْ وَكِيعٌ: فِي حَجَّةِ الْوَدَاعِ.» وَهَكَذَا رَوَى هَذَا الْحَدِيثَ مُسْلِمٌ مِنْ حَدِيثِ مَالِكٍ وَعُبَيْدِ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، وَعُمَارَةَ، عَنْ أَبِي زُرْعَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، وَالْعَلَاءِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ.
وَقَالَ مُسْلِمٌ: ثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، ثَنَا حَفْصُ بْنُ غِيَاثٍ، عَنْ هِشَامٍ، عَنِ ابْنِ سِيرِينَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَتَى مِنًى، فَأَتَى الْجَمْرَةَ فَرَمَاهَا، ثُمَّ أَتَى مَنْزِلَهُ بِمِنًى وَنَحَرَ، ثُمَّ قَالَ لِلْحَلَّاقِ: " خُذْ ". وَأَشَارَ إِلَى جَانِبِهِ الْأَيْمَنِ، ثُمَّ الْأَيْسَرِ، ثُمَّ جَعَلَ يُعْطِيهِ النَّاسَ.» وَفِي رِوَايَةٍ لَهُ: «أَنَّهُ حَلَقَ شِقَّهُ