আল বিদায়া ওয়া আন্নিহায়া

قصة إبراهيم الخليل عليه الصلاة والسلام

ذكر قصره في الجنة

পৃষ্ঠা - ৩৯৮


এর কারণ জিজ্ঞেস করে ৷ তারা জানলে, আপনার রাজত্বের মধ্যে এমন এক শিশুর জন্ম হবে
যার হাতে আপনার বাদশাহীর পতন ঘটবে ৷ নমরুদ তখন রাজ্যব্যাপী ঘোষণা দিল, এখন থেকে
কোন পুরুষ ত্রীর কাছে যেতে পারবে না এবং এখন থেকে কোন শিশুর জন্ম হলে তাকে হত্যা
করা হবে ৷ এতদসত্বেও হযরত ইব্রাহীম (আ) ঐ সময়ে জন্মগ্রহণ করেন ৷ আল্লাহ র্তাকে
হিফাজত করেন ও পাপিষ্ঠদের ষড়যন্ত্র থেকে রক্ষা করেন ৷ তিনি তাকে উত্তমভাবে
লালন পালনের ব্যবস্থা করেন ৷ ক্রমশ বড় হয়েও তিনি যৌবনে পদার্পণ করেন, যা পুর্বেই বর্ণিত
হয়েছে ৷ হযরত ইবরাহীম (আ) এর জন্মভুমি ছিল সুস কারও মতে বাবেল, কারও মতে
কুছায়ষ্-এর পার্শ্ববর্তী সাওয়াদ নামক এক গ্রাম ৷ ইতিপুর্বে হযরত ইবন আব্বাস (রা) এর একটি
বর্ণনা উল্লেখ করা হয়েছে ৷ সেখানে বলা হয়েছে হযরত ইব্রাহীম (আ) দামেশকের পুর্ব পার্শে
বারযাহ্নামক স্থানে জন্মগ্রহণ করেন ৷ আল্লাহ হযরত ইব্রাহীম (আ)এর হাতে নমরুদের
পতন ঘটাবার পর তিনি প্রথমে হারানে এবং পরে সেখান থেকে শাম দেশে হিঅরত করেন এবং
সেখান থেকে ঈলিয়ড়ায় গিয়ে বসবাস করেন ৷ অতঃপর ইসমাঈল ও ইসহড়াক (আ)-এর জন্ম
হয় ৷ তারপর কিনআনের অম্ভষ্তি হিবরুন নামক স্থানে সারাহ্র ইনতিকাল হয় ৷ আহলে
কিতাবপণ উল্লেখ করেছেন, মৃত্যুকালে সারাহ্র বয়স হয়েতাি একশ’ সাতাশ বছর ৷ ইব্রাহীম
(আ) সারাহ্র মৃত্যুতে অত্যন্ত মর্মাহত হন এবং দুঃখ প্রকাশ করেন ৷ বনু হায়ছ গোত্রের আফরান
ইবন সাখার নামক এক ব্যক্তির কাছ থেকে ঢারশ’ মিহুকাশের বিনিময়ে তিনি একটি জায়গা
ক্রয় করেন এবং সারাহ্কে সেখানে দাফন করেন ৷ এরপর ইব্রাহীম (আ)-এর পুত্র ইসহড়াককে
রুফাকা বিনত বাভুঈল ইবন নাহুর ইবন তারাহ্-এর সাথে বিবাহ করড়ান ৷ পুত্রবধুকে আমার
জন্যে তিনি নিজের তৃত্যকে পাঠিয়ে দেন ৷ সে রুফাকা ও তার দৃধ্-মড়া ও দাসীদেরকে উটের
উপর সওয়াৱ করে নিয়ে আসে ৷

আহশি কিতাবদের বর্ণনা ও হযরত ইবরাহীম (আ) অতঃপর কানতৃরা নাম্বী এক মহিলাকে
বিবাহ করেন এবং তার গর্ভে যামরান, ইয়াকশান, মদােন, মাদয়ান, শায়াক ও শুহ্-এর জন্ম
হয় ৷ এদের প্রত্যেকের সভান-সম্ভতি সম্পর্কেও বিবরণ রয়েছে ৷

ইবন আসাকির বিভিন্ন প্রাচীন পণ্ডিতদের বরাতে ইবরাহীম (আ)-এর কাছে মড়ালড়াকুল
মওতের আগমন সম্পর্কে আহলে কিতড়াবদের উপাখ্যানসমুহ বর্ণনা করেছেন ৷ সঠিক অবস্থা
আল্লাহ্ই ভাল জানেন ৷ কেউ কেউ বলেছেন, হযরত দাউদ (আ) ও হযরত সুলায়মান (আ) এর
মত হযরত ইবরাহীম (আ)-ও আকম্মিকভাবে ইনতিকাল করেন ৷ কিন্তু আহলে কিতাব ও
অন্যদের বর্ণনা এর বিপরীত ৷ তারা বলেছেন, ইবরাহীম (আ) পীড়িত হয়ে একশ’ পচাত্তর বছর
মতান্তরে একশ’ নব্বই বছর বয়সে ইনতিকাল করেন এবং আফরান হায়হীর সেই জমিতে র্তার
সহধর্মিনী সারাহ্র কবরের পাশেই তাকে দাফন করা হয় ৷ ইসমাঈল (আ) ও ইসহাক (আ)



(১) মুজামুল বুলদান কিভাবে এর নাম লেখা হয়েছে কুছাএ $ এর উপর পেশ, , , সাকিন £ এর উপর যবর ও
শেষে আন্সিফে মাকসুরা ; ৷ সহ লেখা হয়ে থাকে ৷ যেহেতু এটা চার অক্ষর বিশিষ্ট শব্দ ৷ কুছায় নামে তিনটি ঘায়গ৷ আছে
(১) সাওয়াদৃল ইরাহুকু (২) ব্যবেলে (৩) মক্কায় ৷ ইরাকের কুছায় দুটি ( ১ ) কুছায় তাবীক (২) কুছায় য়ীৰী ৷ এটাই ইব্রাহীম
(আ)-এর স্মৃতি বিজড়িত স্থান এবং এখানেই তার জন্ম হয় ৷ এ দুটি স্থানই রাবেলে অবস্থিত ৷ এখানেই ইব্রাহীম (আ) কে
আগুনে নিক্ষেপ করা হয়া উক্ত দুটি কুছায় বাবেলের দুই প্রান্তে অবস্থিত ৷


[ذِكْرُ قَصْرِهِ فِي الْجَنَّةِ] قَالَ الْحَافِظُ أَبُو بَكْرٍ الْبَزَّارُ: حَدَّثَنَا أَحْمَدُ بْنُ سِنَانٍ الْقَطَّانُ الْوَاسِطِيُّ، وَمُحَمَّدُ بْنُ مُوسَى الْقَطَّانُ، قَالَا: حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ سِمَاكٍ، عَنْ عِكْرِمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ فِي الْجَنَّةِ قَصْرًا أَحْسَبُهُ قَالَ: مِنْ لُؤْلُؤَةٍ لَيْسَ فِيهِ فَصْمٌ وَلَا وَهْنٌ، أَعَدَّهُ اللَّهُ لِخَلِيلِهِ إِبْرَاهِيمَ عَلَيْهِ السَّلَامُ نُزُلًا» . قَالَ الْبَزَّارُ: وَحَدَّثَنَا أَحْمَدُ بْنُ جَمِيلٍ الْمَرْوَزِيُّ، حَدَّثَنَا النَّضْرُ بْنُ شُمَيْلٍ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ سِمَاكٍ، عَنْ عِكْرِمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِنَحْوِهِ. ثُمَّ قَالَ: وَهَذَا الْحَدِيثُ لَا نَعْلَمُ رَوَاهُ عَنْ حَمَّادِ بْنِ سَلَمَةَ فَأَسْنَدَهُ إِلَّا يَزِيدُ بْنُ هَارُونَ، وَالنَّضْرُ بْنُ شُمَيْلٍ، وَغَيْرُهُمَا يَرْوِيهِ مَوْقُوفًا قُلْتُ: لَوْلَا هَذِهِ الْعِلَّةُ لَكَانَ عَلَى شَرْطِ الصَّحِيحِ، وَلَمْ يُخَرِّجُوهُ.