আল বিদায়া ওয়া আন্নিহায়া

سنة ثمان من الهجرة النبوية

كتاب الوفود الواردين إلى رسول الله صلى الله عليه وسلم

وفد بني رؤاس بن كلاب

وفد بني عقيل بن كعب

পৃষ্ঠা - ৩৮২০


তখন তার বয়স ছিল একশ’ বছর ৷ তার সাথে ছিল তার ছেলে বিশৃর ৷ মুআবিয়া (বা)
বললেন, ইয়া রাসুলাল্লাহ্! আপনার পবিত্র হাতের স্পর্শে আমি বরকত হাসিল করছি ৷ আমি
তো বুড়াে হয়ে গিয়েছি ৷ আমার এ ছেলেটি বাপ-ভক্ত; আপনি তার যুখমণ্ডলে হাত বুলিয়ে
দিন! রাসুলুল্লাহ্ (সা) তার মুখে হাত বুলিয়ে দিলেন এবং তাকে কয়েকটি বকরী দান করে
ৰেণ্ডেলিব জন্য বরকতের দুআ করে দিলেন ৷ ফলে তারা এর পরে কখনো দৃর্ভিক্ষ ও
ফসলহানীর বিপদে আক্রান্ত হন নি ৷ মুহাম্মদ ইবন বিশৃর ইবন মুআবিয়া (র) এ বিষয়টি নিয়ে

কবিতা রচনা করেছিলেন ৷

“আমার পিতা মোঃ রাসুল (সা) তার মাথায় হাত বুলিয়ে দিয়েছিলেন এবং তার জন্য
কল্যাণ ও বরঅেন্সে দৃষ্! করেছিলেন ৷ আহমদ (সা) তীকে দিয়েছিলেন কয়েকটি বকরী
সেগুলি যেন ধীরগাৰী শীর্ণহাৰীধ্, কদাকার লোমশ নয় ৷

রোজ বিকেলে বস্তিৰ্ফ্লি দুধ্ দিয়ে পাত্র ভরে দিত; সকালে আবার তেমনি ভরে দিত ৷

এ দান বরকতপুর্ণন্ দ্যো তার দাতা; আমি বতদিন বেচে থাকবাে ততদিন পর্যন্ত তার
জন্য নিবেদিত আমার সালাত ৩ ন্মো ৷

বিলানা : প্রতিনিধি দল প্রসঙ্গ

ওয়াকিদী তার একাধিক সনদে রিওয়ায়াত করেছেন, ওয়াছিলা ইবনুল আসকা আল লায়হী
রাসুলুল্লাহ্ (সা) সকাশে আগমন বললেন; তখন তিনি তাবুক অভিযানের প্রস্তুতি চুড়ান্ত
করছিলেন ৷ ওয়াছিলা নবী কয়ীম (না)-এর সাথে ফজরের সালাত আদায় করে স্বগােত্রে ফিরে
গেলেন এবং তাদেরকে রাসুল করীম (সা)-এর অভিযানের সংবাদ জানিয়ে তার সহযাত্রী
হওয়ার আহ্বান জানালেন ৷ তার পিতা তাকে বলল, আল্পাহ্র কসম! তোমাকে কিছুতেই বাহন
দিব না ৷ তার বোন তার কথা শুনতে পাচ্ছিল ৷ সে ইসলাম গ্রহণ করলো এবং ভাইয়ের
সফরের আসবাবপত্র যােপাড় করে দিল ৷ ওয়াছিলা (রা) কাব ইবন আজুরা (রা)-এর একটি
উটে চড়ে রড়াসুলুল্লাহ্ (সা)-এর সফর সঙ্গী হলেন ৷

দুমাহ্-এর উকায়দিরের বিরুদ্ধে অভিযানে সেনাপতি খালিদ (রা)-এর সাথে রাসুলুল্পাহ্
(সা) এ ওয়াছিলা (রা)-কেও পাঠিয়েছিলেন ৷ বাহিনী ফিরে এলে ওয়াছিলা (বা) গনীমতের
শর্তকৃত অংশ (উটের মালিক) কাব ইবন আজুরা (না)-কে দিতে চাইলেন ৷ কাব (বা) অংশ
নিতে অস্বীকৃতি জানিয়ে বললেন, আমি আল্লাহর সভ্রষ্টি বিধানের উদ্দেশ্যেই তোমাকে বাহন
দিয়েছিলাম ৷

আশজা ণ্গাত্রীয় প্রতিনিধি দল প্রসঙ্গ

ওয়াকিদী উল্লেখ করেছেন, আশজাঈদের আগমন হয়েছিল খন্দক যুদ্ধের বছর ৷ একশ
সদস্যের এ দলের দলপতি ছিলেন মাসউদ ইবন রুখড়ায়লা ৷ দলটি সালা পর্বতের গিরিপথে
অবস্থান নিয়েছিল ৷ রাসুলুল্লাহ্ (সা) তাদের কাছে গেলেন এবং তাদের জন্য খুরমা ভর্তি পাত্রে
মোঃ নির্দেশ দিলেন ৷ মতান্তরে তাদেব আগমন হয়েছিল বনু কুরায়জা অভিযানের পরে এবং
মোঃ দলের সদস্য সংখ্যা ছিল সাতশ’ ৷ রাসুলুল্লাহ্ (সা)-এর সাথে সন্ধিবদ্ধ হয়ে তারা
ণ্াষ্ স্কিঘ্রস্নি এবং পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছিলেন ৷


[وَفْدُ بَنِي رُؤَاسِ بْنِ كِلَابٍ] ثُمَّ ذَكَرَ الْوَاقِدِيُّ أَنَّ رَجُلًا يُقَالُ لَهُ: عَمْرُو بْنُ مَالِكِ بْنِ قَيْسِ بْنِ بُجَيْدِ بْنِ رُؤَاسِ بْنِ كِلَابِ بْنِ رَبِيعَةَ بْنِ عَامِرِ بْنِ صَعْصَعَةَ. «قَدِمَ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَسْلَمَ، ثُمَّ رَجَعَ إِلَى قَوْمِهِ، فَدَعَاهُمْ إِلَى اللَّهِ، فَقَالُوا: حَتَّى نُصِيبَ مِنْ بَنِي عُقَيْلٍ مِثْلَ مَا أَصَابُوا مِنَّا. فَذَكَرَ مَقْتَلَةً كَانَتْ بَيْنَهُمْ، وَأَنَّ عَمْرَو بْنَ مَالِكٍ هَذَا قَتَلَ رَجُلًا مِنْ بَنِي عُقَيْلٍ. قَالَ: فَشَدَدْتُ يَدَيَّ فِي غُلٍّ، وَأَتَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَبَلَغَهُ مَا صَنَعْتُ، فَقَالَ: " لَئِنْ أَتَانِي لَأَضْرِبُ مَا فَوْقَ الْغُلِّ مِنْ يَدِهِ ". فَلَمَّا جِئْتُ سَلَّمْتُ فَلَمْ يَرُدَّ عَلَيَّ السَّلَامَ وَأَعْرَضَ عَنِّي، فَأَتَيْتُهُ عَنْ يَمِينِهِ فَأَعْرَضَ عَنِّي، فَأَتَيْتُهُ عَنْ يَسَارِهِ فَأَعْرَضَ عَنِّي، فَأَتَيْتُهُ مِنْ قِبَلِ وَجْهِهِ فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ إِنَّ الرَّبَّ عَزَّ وَجَلَّ لَيُتَرَضَّى فَيَرْضَى، فَارْضَ عَنِّي، رَضِيَ اللَّهُ عَنْكَ. قَالَ: " قَدْ رَضِيتُ ".» [وَفْدُ بَنِي عُقَيْلِ بْنِ كَعْبٍ] ذَكَرَ الْوَاقِدِيُّ «أَنَّهُمْ قَدِمُوا عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَقْطَعَهُمُ الْعَقِيقَ - عَقِيقَ