আল বিদায়া ওয়া আন্নিহায়া

سنة ثلاث من الهجرة

ما وقع فيها من الأحداث

পৃষ্ঠা - ২৬০০



তৃতীয় ইিজরী

এই হিজরীর শুরুতে অনুষ্ঠিত হয়েছিল “নাজদ” -এর যুদ্ধ ৷ এটিকে
“বু-আমর”-এর যুদ্ধও বলা হয়

ইবন ইসহাক বলেন, রাসুলুল্লাহ্ (সা) ছাতৃর যুদ্ধ (সাবীক) শেষে মদীনায় ফিরে এলেন ৷
যুলহাজ্জ মাসের বাকী সময়টুকু তিনি মদীনাভে কিত্বা মদীনার নিকটবর্তী কোন স্থানে কঢািন ৷ তার
পর নাজদের” যুদ্ধের জন্যে বের হলেন ৷ এই যুদ্ধ ছিল পাতফান গোত্রের বিরুদ্ধে ৷ এটি
“য়ু-আমরএর যুদ্ধ নামেও প্রসিদ্ধ ৷

ইবন হিশাম বলেন, এ অভিযানের সময় রাসুলুল্লাহ্ (সা) হযরত উছমান ইবন আফ্ফান
(রা)-কে মদীনায় তীর স্থলাভিষিক্ত করেছিলেন ৷ ইবন ইসহাক বলেন, এ অভিযানে রাসুলুল্লাহ্
(সা) প্রায় পুরো সফর মাস নাজদ অঞ্চলে অবস্থান করেন ৷ এরপর তিনি ফিরে আসেন ৷ সেখানে
কোন শত্রুর সাথে মুকাবিলা হয়নি ৷ ওয়াকিদী বলেন, বানুছালাবা ইবন মৃহারিব ণ্গাংত্রর কতক
গাতফানী লোক মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্যে সমবেত হয়েছে বলে রাসুলুল্লাহ্ (সা)
ত্বাদ পান ৷ তাদেরকে দমন করার জন্যে রাসুলুল্লাহ্ (সা) মদীনা থেকে যাত্রা করেন ৷ তৃতীয়
হিজরীর ১২ই রৰিউল আউয়াল বৃহস্পতিবার তিনি মদীনা থেকে বের হন ৷ মদীনায় শাসনকর্তা
নিযুক্ত করেন হযরত উছমান ইবন আফ্ফান (রা)-কে ৷ এ অভিযানে রাসুলুল্লাহ্ (সা) ১১ দিন
মদীনার বইিরে ছিলেন ৷ ৪৫০ জন মুজাহিদ তীর সঙ্গে ছিলেন ৷ র্তাদের ভয়ে শত্রুপক্ষের বেদৃঈনরা
পাহাড়ে পালিয়ে যায় ৷ মৃসলমানগণ এগিয়ে গিয়ে “য়ু-আমর” নামক জলাশয়ের নিকট পৌছেন ৷
র্তার৷ ওখানে র্তাবু ফেললেন ৷ ওইদিন প্রচুর বৃষ্টি হয়েছিল ৷ তাতে রাসুলুল্লাহ্ (না)-এর জামা
কাপড় তিজে গিয়েছিল ৷ একটি গাছের নীচে অবস্থান করে তিনি জমা-কাপড় শুকাতে
দিয়েছিলেন ৷ মুশরিকগণ দুর থেকে তা প্রত্যক্ষ করছিল ৷ ওরা নিজ নিজ কাজে মশগুল ছিল ৷
ওদের জনৈক সাহসী লোককে তারা গোপনে মুসলিম তাবুতে পাঠিয়ে দেয় ৷ লোকটির নাম
গাওরাছ ইবন হারিছ, মতাত্তরে দাছুর ইবন হারিছ ৷ ওরা বলেহ্নিা, মুহঙ্গোদকে হত্যা বন্যার
মহা-সুযােগ আল্লাহ্ তোমাকে দিয়েছেন ৷ সে সুতীক্ষ্ণ তরবারি হাতে রাসুলুল্লাহ্ (সা)-এর নিকট
পৌছে ৷ সে বলল, হে মুহাম্মাদ! আমার হাত থেকে তোমাকে আজ কে রক্ষা করবে ? তিনি


[سَنَةُ ثَلَاثٍ مِنَ الْهِجْرَةِ] [مَا وَقَعَ فِيهَا مِنَ الْأَحْدَاثِ] فِي أَوَّلِهَا كَانَتْ غَزْوَةُ نَجْدٍ وَيُقَالُ لَهَا: غَزْوَةُ ذِي أَمَرَّ. قَالَ ابْنُ إِسْحَاقَ: فَلَمَّا رَجَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ غَزْوَةِ السَّوِيقِ أَقَامَ بِالْمَدِينَةِ بَقِيَّةَ ذِي الْحِجَّةِ أَوْ قَرِيبًا مِنْهَا، ثُمَّ غَزَا نَجْدًا يُرِيدُ غَطَفَانَ وَهِيَ غَزْوَةُ ذِي أَمَرَّ. قَالَ ابْنُ هِشَامٍ: وَاسْتَعْمَلَ عَلَى الْمَدِينَةِ عُثْمَانَ بْنَ عَفَّانَ. قَالَ ابْنُ إِسْحَاقَ: فَأَقَامَ بِنَجْدٍ صَفَرًا كُلَّهُ أَوْ قَرِيبًا مِنْ ذَلِكَ، ثُمَّ رَجَعَ وَلَمْ يَلْقَ كَيْدًا. وَقَالَ الْوَاقِدِيُّ: بَلَغَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّ جَمْعًا مِنْ غَطَفَانَ مِنْ بَنِي ثَعْلَبَةَ بْنِ مُحَارِبٍ تَجَمَّعُوا بِذِي أَمَرَّ يُرِيدُونَ حَرْبَهُ، فَخَرَجَ إِلَيْهِمْ مِنَ الْمَدِينَةِ يَوْمَ الْخَمِيسَ لِثِنْتَيْ عَشْرَةَ لَيْلَةً خَلَتْ مِنْ رَبِيعٍ الْأَوَّلِ سَنَةَ ثَلَاثٍ، وَاسْتَعْمَلَ عَلَى
পৃষ্ঠা - ২৬০১
الْمَدِينَةِ عُثْمَانَ بْنَ عَفَّانَ فَغَابَ أَحَدَ عَشَرَ يَوْمًا، وَكَانَ مَعَهُ أَرْبَعُمِائَةٍ وَخَمْسُونَ رَجُلًا، وَهَرَبَتْ مِنْهُ الْأَعْرَابُ فِي رُءُوسِ الْجِبَالِ، حَتَّى بَلَغَ مَاءً يُقَالُ لَهُ: ذُو أَمَرَّ. فَعَسْكَرَ بِهِ، وَأَصَابَهُمْ مَطَرٌ كَثِيرٌ، فَابْتَلَّتْ ثِيَابُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَنَزَلَ تَحْتَ شَجَرَةٍ هُنَاكَ، وَنَشَرَ ثِيَابَهُ لِتَجِفَّ، وَذَلِكَ بِمَرْأَى مِنَ الْمُشْرِكِينَ، وَاشْتَغَلَ الْمُشْرِكُونَ فِي شُئُونِهِمْ، فَبَعَثَ الْمُشْرِكُونَ رَجُلًا شُجَاعًا مِنْهُمْ، يُقَالُ لَهُ: غَوْرَثُ بْنُ الْحَارِثِ. أَوْ دُعْثُورُ بْنُ الْحَارِثِ. فَقَالُوا: قَدْ أَمْكَنَكَ اللَّهُ مِنْ قَتْلِ مُحَمَّدٍ. فَذَهَبَ ذَلِكَ الرَّجُلُ، وَمَعَهُ سَيْفٌ صَقِيلٌ، حَتَّى قَامَ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالسَّيْفِ مَشْهُورًا، فَقَالَ: يَا مُحَمَّدُ، مَنْ يَمْنَعُكَ مِنِّي الْيَوْمَ؟ قَالَ: اللَّهُ. وَدَفَعَ جِبْرِيلُ فِي صَدْرِهِ فَوَقَعَ السَّيْفُ مِنْ يَدِهِ، فَأَخَذَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ مَنْ يَمْنَعُكَ مِنِّي؟ قَالَ: لَا أَحَدَ، وَأَنَا أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ، وَاللَّهِ لَا أُكَثِّرُ عَلَيْكَ جَمْعًا أَبَدًا. فَأَعْطَاهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سَيْفَهُ، فَلَمَّا رَجَعَ إِلَى أَصْحَابِهِ، فَقَالُوا: وَيْلَكَ، مَا لَكَ؟ فَقَالَ: نَظَرْتُ إِلَى رَجُلٍ طَوِيلٍ فَدَفَعَ فِي صَدْرِي، فَوَقَعْتُ لِظَهْرِي، فَعَرَفْتُ أَنَّهُ مَلَكٌ، وَشَهِدْتُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ، وَاللَّهِ لَا أُكَثِّرُ عَلَيْهِ جَمْعًا. وَجَعَلَ يَدْعُو قَوْمَهُ إِلَى الْإِسْلَامِ. قَالَ: وَنَزَلَ فِي ذَلِكَ قَوْلُهُ تَعَالَى: {يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ هَمَّ قَوْمٌ أَنْ يَبْسُطُوا إِلَيْكُمْ أَيْدِيَهُمْ فَكَفَّ أَيْدِيَهُمْ عَنْكُمْ وَاتَّقُوا اللَّهَ} [المائدة: 11] الْآيَةَ [الْمَائِدَةِ: 11] . قَالَ الْبَيْهَقِيُّ: وَسَيَأْتِي فِي غَزْوَةِ ذَاتِ الرِّقَاعِ قِصَّةٌ تُشْبِهُ هَذِهِ، فَلَعَلَّهُمَا قِصَّتَانِ. قُلْتُ: إِنْ كَانَتْ هَذِهِ مَحْفُوظَةً فَهِيَ غَيْرُهَا قَطْعًا ; لِأَنَّ ذَلِكَ الرَّجُلَ اسْمُهُ غَوْرَثُ بْنُ الْحَارِثِ أَيْضًا لَمْ يُسْلِمْ، بَلِ اسْتَمَرَّ عَلَى دِينِهِ، وَلَمْ يَكُنْ عَاهَدَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ لَا يُقَاتِلَهُ. وَاللَّهُ أَعْلَمُ.